Skip to content

মুক্তির পূর্বেই আল্লু আর্জুনের ‘Pushpa 2’ ভেঙে দিল RRR এর এই রেকর্ড! এত কোটি টাকায় বিক্রি হলো বিদেশি রাইটস

img 20221113 174101

দক্ষিণী তারকা আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দান্নার পূর্বের মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’ (Pushpa The Rise) মুক্তির পর থেকেই প্রায়ই শিরোনামে থাকে। এবার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছে এই ছবিটি দ্বিতীয় পর্বের জন্য।

Allu Arjun, rashmika mandhana

এই দ্বিতীয় পর্বটি নিয়ে বহুমাস ধরেই প্রচুর আপডেট সামনে আসতে দেখা গেছে। এবার সম্প্রতি ছড়িয়ে পড়েছে একটি খুশির খবর। ভারতের পর এবার রাশিয়ার মুক্তি পেতে চলেছে এই পুষ্পা (Pushpa) সিনেমাটি। এছাড়াও আসন্ন ছবি পুষ্পা ২ নিয়েও একটি খবর শিরোনামে এসেছে যা শোনা মাত্রই নির্মাতা খুশি হয়েছেন।

মুক্তির পূর্বেই মোটা টাকা আয় করতে চলেছে ‘পুষ্পা দ্য রুল’ (Pushpa The Rule)

Pushpa vs RRR

আল্লু অর্জুন (Allu Arjun) এবং রশ্মিকা মান্দান্না (Rashmika Mandanna) অভিনীত ‘পুষ্পা দ্য রুল’ (Pushpa The Rule) ছবিটি আবারও আলোচনার সম্মুখে।  কয়েক মাস আগে ছবিটির মুক্তির তারিখ নিয়ে খবর প্রকাশ পেয়েছিল, তারপরে ছবিটি সম্পর্কিত একটি নতুন আপডেট আসছে। এই চলচ্চিত্রের বিদেশী নাট্য অধিকার সম্পর্কে একটি বড় আপডেট প্রকাশ পেয়েছে। খবর সূত্রে  নির্মাতারা ছবিটির বিদেশী থিয়েটার অধিকার সুরক্ষিত করতে 80 কোটি টাকারও বেশি পরিমাণ নির্ধারণ করেছেন।  এটি জানার পরে, অনেকেই অবাক হয়েছেন, কারণ এই কারণে পুষ্পা (Pushpa) সিনেমাটির দাম রাজামৌলির (Raja Mouli) ‘আরআরআর’ (RRR) থেকেও বেশি।  তথ্যানুযায়ী,  ‘RRR’-এর বিদেশী থিয়েটার অধিকার 70 কোটি টাকায় বিক্রি হয়েছিল।

এই বছর মুক্তি পেতে চলেছে আল্লু অর্জুনের ছবি (Allu Arjun’s film is going to release this year)

Pushpa 2

যদিও এখনও পর্যন্ত দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন (Allu Arjun) এবং রশ্মিকা মান্দান্না (Rashmika Mandanna) অভিনীত ‘পুষ্পা 2’ (Pushpa 2) অর্থাৎ ‘পুষ্প দ্য রুল’ (Pushpa The Rule)-এর মুক্তির তারিখ সম্পর্কে কোনও আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।  কিন্তু খবরের সূত্রানুযায়ী, এই ছবিটি ২০২৩ সালে আগষ্টে সিনেমা হলে মুক্তি পেতে চলেছে।  আল্লু অর্জুন ও রশ্মিকা মান্দান্না ছাড়াও এই ছবিতে দেখা যাবে ফাহাদ ফাজিল (Fahad Fazil) সহ আরও দুর্দান্ত অভিনেতা-অভিনেত্রীদের।