দৈনন্দিন জীবনে মানুষের কাছে স্মার্ট ফোন (Smart Phone) সবচেয়ে প্রয়োজনীয় হয়ে উঠেছে। স্মার্ট ফোন থাকে না এমন মানুষের সংখ্যা প্রায় নেই বলা যায়। স্মার্ট ফোন মানেই আপনি নিজে থেকে না চাইলেও বাড়তি অনেক App থাকবেই। এছাড়াও কেনাকাটা থেকে শুরু করে নিউজ পড়া সব কিছুই আজ ফোনের মধ্যে।
তবে সব অ্যাপ (Smrat Phone Apps) ফোনের জন্য উপযোগী নয়। এমনও কিছু Apps রয়েছে যা মানুষকে বিপদে ফেলার জন্য ফাঁদ পাতা থাকে। আর আপনি যদি একবার এই ফাঁদে পা দেন তাহলেই সর্বনাশ। জেনে নিন কোন কোন Apps আপনার এবং আপনার ফোনের জন্য ক্ষতিকর।
সম্প্রতি মেটা’র (Meta) তরফ থেকে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে একটি ভয়ঙ্কর তথ্য সামনে এসেছে (Dangerous App In Mobile)। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এমন বেশ কিছু App রয়েছে যেগুলি স্মার্টফোন ব্যবহারকারীদের ব্যক্তিগত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে নিচ্ছে। ফলে এই সমস্ত অ্যাপ এর জন্য ব্যবহারকারীদের সমস্ত তথ্য অসুরক্ষিত হয়ে উঠেছে। যদিও কোন অ্যাপ ব্যবহারের আগে ব্যবহারকারীর কাছে তার তথ্য সংগ্রহের অনুমতি চাওয়া হয়। কিন্তু আপনি কি জানেন মেটা যে তালিকা প্রকাশ করেছে, সেই App গুলি নাকি বিনা অনুমতিতেই ব্যবহারকার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে নিচ্ছে।
আমরা সকলেই আশা করি যে আমরা যেই App গুলি ব্যবহার করি সেগুলি আমাদের অবশ্যই নিরাপত্তা প্রদান করবে। তবে সত্যিই কি নিরাপত্তা পাচ্ছি? উপরন্তু স্মার্টফোনের বাড়ছে কিছু App -এর কারণে আমাদের ভবিষ্যতের দিকে বিপদ বাড়তে পারে। আপনার ফোনেও ক্ষতিকর অ্যাপগুলি থাকলে আজই মুছে ফেলুন। নিজের ফোনে যে সমস্ত অ্যাপ আছে কতবার যে অ্যাপগুলি নতুন করে আপনার ডিভাইসে গ্রহণ করতে চান সেগুলি ইন্সটল করার পূর্বে ভালো করে যাচাই করে নিন। এর জন্য আপনাকে বেশ সতর্ক থাকতে হবে, নয়তো ব্যক্তিগত তথ্য অন্যের হাতে চলে যেতে পারে। এমনকি ব্যাংক থেকেও অর্থ কেটে নেওয়ার সম্ভাবনা আছে।
স্মার্টফোন ব্যবহারকারীদের সুরক্ষা প্রদান করার জন্য এই ভুয়ো অ্যাপ সংক্রান্ত বিষয়গুলি নিয়ে অনেক আগে থেকেই গুগুল প্লে স্টোর (Google Play Store) কাজ করে চলেছে। ভুয়ো ও জালিয়াত অ্যাপগুলিকে প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু, এখনও এমন অনেক অ্যাপ রয়েছে গুগল প্লে স্টোরে, যেগুলি ঝুঁকি সাপেক্ষ। তাই স্মার্ট ফোনে কোন অ্যাপ ইন্সটল করার পূর্বে অন্যদের রিভিউ (Review) এবং রেটিং (Rating) দেখে তবেই করবেন।