Skip to content

আসিনের বলিউড থেকে দূরে সরে যাওয়ার পেছনে দায়ী অক্ষয় কুমার-ই! অভিনেত্রীর সাথে কি এমন ঘটেছিল?

img 20230419 083956

প্রথমে ফেয়ার এন্ড লাভলী, পরে বলিউডে অভিনয় করা, যেভাবে আসিনের ক্যারিয়ার এগোচ্ছিল তাতে অনেকেই মনে করেছিলেন যে আসিন খুব শীঘ্রই প্রথম সারির নায়িকাদের মধ্যে গণ্য হবেন। গজনী সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য বারবার প্রশংসিত হয়েছিলেন তিনি। এতো ভালো কেরিয়ার ছিল অভিনেত্রীর তবে তিনি কেন হঠাৎ করে বলিউড থেকে হারিয়ে গেলেন? কোথায় তিনি রয়েছেন? চলুন একটু বিস্তারিত জেনে নেওয়া যাক।

akshay kumar asin

অনেকেই মনে করেন আসিনের এই বলিউড থেকে হারিয়ে যাওয়ার পেছনে রয়েছেন অক্ষয় কুমার। তাহলে কি অক্ষয় কুমার আসিনকে বলিউড থেকে সরিয়ে দিলেন? কি হয়েছিল ঠিক? “অল ইজ ওয়েল” সিনেমাতে শেষবারের মতো অভিনয় করেছিলেন আসিন। এরপর আর বড় পর্দায় আসেন নি তিনি। এত সাফল্য অর্জন করলেও শুধুমাত্র এক সহকর্মীর কোথায় কিভাবে তিনি বলিউড ছেড়ে দিলেন?

asin

২০১২ সালে “খিলাড়ি ৭৮৬” সিনেমাতে অক্ষয় কুমারের সঙ্গে কাজ করেছিলেন আসিন। এরপর যখন “হাউস ফুল টু” প্রচারে আশ্বিন এবং অক্ষয় কুমার একই সঙ্গে প্লেনে যাত্রা করেছিলেন বিদেশে ঠিক তখনই রাহুল শর্মা নামের এক ব্যক্তির সঙ্গে আসিনের আলাপ করে দেন অক্ষয়। রাহুলের আচার-আচরণ দেখে ভীষণ মুগ্ধ হন আসিন। পরবর্তীকালে যখন রাহুলের পরিচয় জানতে পারেন অভিনেত্রী যখন হতচকিত হয়ে যান কারণ রাহুল ছিলেন মাইক্রোম্যাক্স কোম্পানির মালিক (Co-Founder & CEO)। একজন এত বড় পদে কর্মরত হয়েও কিভাবে কোন অহংকার বিহীন হয়ে থাকতে পারেন তা দেখে সত্যিই অবাক হয়ে যান অভিনেত্রী।

asin bollywood

রাহুল এবং আসিনের সম্পর্ক ধীরে ধীরে বন্ধুত্ব থেকে গভীর হয় এবং ২০১৬ সালের জানুয়ারি মাসের রাহুলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পড়েন অভিনেত্রী। বিয়ের সময় উভয় পক্ষ থেকেই নিমন্ত্রিত ছিলেন অক্ষয়। বলাই বাহুল্য এই বিয়েতে ঘটক হিসেবে কাজ করেছিলেন অক্ষয়, তাই অনেকেই মনে করেন আসিনের বলিউড থেকে সরে যাবার পেছনে অক্ষয় কুমারের হাত ছিল।