বর্তমানের সবথেকে নতুন ধরনের ট্রেন্ড গুলির মধ্যে অন্যতম হলো সমস্ত সেলিব্রেটিদের ছোটবেলার (Childhood Picture) ছবি ভাইরাল হওয়া। আর এই ব্যাপারটি আমাদের সকলকে খুবই আনন্দ দেয়।
নিজেদের পছন্দের তারকাদের বাল্যকালের মিষ্টি মিষ্টি ছবি দেখতে সকলের ভালো লাগাটাই স্বাভাবিক এবং পুরনো ছবির সাথে অনেক স্মৃতি জড়িত থাকে। আর সোশ্যাল মিডিয়ার ছোটবেলার ছবি পোস্ট করে তারকারা দর্শকরা তাদের কাছে নিজস্ব কিছু স্মৃতি শেয়ার করে নেন।
তেমনি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে দারা সিংয়ের পাশে দাঁড়িয়ে রয়েছে একটি ছোট্ট বাচ্চা শিশু। ছবিতে দেখতে পাওয়া এই শিশুটিকে কি আপনারা চিনতে পারছেন? এখনো যদি শিশুটিকে না দেখতে পারেন তাহলেই প্রতিবেদন থেকে জেনে নিন সে কে।
কেরিয়ারের একদম শুরুতেই নিজেকে অ্যাকশন হিরো হিসাবে প্রমাণিত করলেও বর্তমানে তিনি বলিউডে নিজেকে প্রমাণিত করেছেন রোমান্টিক অভিনেতা এবং কমেডি হিরো হিসাবেও। শিল্পা শেট্টি (Silpa Setty) থেকে শুরু করে রবীনা ট্যান্ডন (Rabina Tendon) এই ৯০ দশকের সমস্ত বড় বড় প্রথম সারির অভিনেত্রীদের সঙ্গে তিনি সুদক্ষভাবে কাজ করেছেন।
ছবিতে দেখতে পাওয়া এই শিশুটি বর্তমানে বলিউডের সবচেয়ে বড় খিলাড়ি এবং সকলের পছন্দের অভিনেতা এবং বলিউডের প্রয়াত একজন সুপারস্টারের জামাই এবং এই শিশুর স্ত্রী একজন জনপ্রিয় অভিনেত্রী। এছাড়াও এই শিশুটির শাশুড়িও পূর্ব প্রজন্মের সবচেয়ে প্রতিভাময়ী জনপ্রিয় অভিনেত্রী ছিলেন।
এবার হয়তো অনেকেই বুঝে গেছে
ছবিতে দাঁড়িয়ে থাকা ওই বাচ্চা ছেলেটি কে। ঠিকই ধরেছেন আমরা কথা বলছি রাজেশ খান্নার জামাতা স্বয়ং অক্ষয় কুমার’কে (Akshay Kumar) নিয়ে। প্রত্যেক দর্শকদের প্রতিবছর চার থেকে পাঁচটি করে সিনেমা উপহার দেন এই বিখ্যাত বলিউড অভিনেতা। ক্যারিয়ারের সময় তিনি অত্যন্ত সংগ্রাম করেছেন এবং কঠোর পরিশ্রম করে নিজের এই জায়গা তৈরি করেছেন। আর বয়স ৫০ বছর হলেও তিনি নিজেকে ধরে রেখেছেন ২৫ বছরের মতো। রাজেশ খান্নার কন্যা টুইংকেল খান্না কে বিবাহ করেছিলে দিয়ে অভিনেতা। সারা বিশ্বের সোশ্যাল মিডিয়াতে এই দম্পতিকে নিয়ে খুবই প্রশংসা হয়।
অক্ষয় কুমার সমস্ত চরিত্রেই দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন বহুবার। তবে সম্প্রতি বলিউডের অবস্থা অত্যন্ত শোচনীয় হওয়ায় তার প্রতিটি সিনেমায় বক্স অফিসে ফ্লপ হয়েছে। তবে তিনি হাল ছেড়ে দেননি ক্রমাগত চেষ্টা করছেন দর্শকদের পছন্দের সাথে নিজেদের কাজকে যুক্ত করার। দর্শকরা আশা করে আছেন কবে তার ফিল্মগুলি ভালোভাবে দেখতে পাবেন।