Skip to content

বড় হয়ে গিয়েছে অগ্নিপথ সিনেমার ‘শিক্ষা’, সৌন্দর্যের দিক থেকে টেক্কা দেবে ঐশ্বর্য রাইকেও

”অগ্নিপথ (Agneepath)” নামের সিনেমাটি দর্শকদের হৃদয়ে বিশেষ ছাপ ছেড়ে গিয়েছে। তা সেটি বলিউডের অ্যাংরি ইয়ং ম্যান অমিতাভ বচ্চনের ‘অগ্নিপথ’ হোক কিংবা বলিউডের গ্রিক গড হৃত্বিক রোশন এর ‘অগ্নিপথ’ হোক না কেন। তবে আমরা আজ ঋত্বিক রোশনের “অগ্নিপথ (Agneepath)” সিনেমা তে অভিনয়কারী একজন বিশেষ ব্যক্তিত্ব সম্পর্কে কথা বলব।

Kanika Tewari

এই সিনেমাতে হৃত্বিক রোশন(Hrithik Roshan),প্রিয়াঙ্কা চোপড়া(Priyanka Chopra),সঞ্জয় দত্ত(Sanjay Dutt), ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) এর মত বড় বড় অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেছেন। তবে তার সাথে সিনেমাটিতে আরো একজন বিশেষ ভূমিকাতে অভিনয় করেছেন তিনি হলেন হৃত্বিক বোন হিসেবে, সিনেমাটিতে তার নাম ছিল শিক্ষা।

Kanika Tewari

অগ্নিপথ সিনেমাতে অভিনয় করা ঋত্বিক রোশনের বোনের ভূমিকায় অভিনয় করা যে মেয়েটির কথা বলছি তার আসল নাম কণিকা তিওয়ারি (Kanika Tiwari)। অগ্নিপথ সিনেমাটি যখন রিলিজ হয় সালটা ছিল 2012। তখন কণিকা ছোট ছিলেন। কিন্তু আর যদি আপনি তাকে দেখেন তাহলে চিনতেই পারবেন না।

Kanika Tewari

শারীরিক গঠন সম্পূর্ণ পরিবর্তন হয়েছে এবং সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। তার সৌন্দর্য যে কোন বলিউডের অভিনেত্রীদের পেছনে ফেলতে পারে। কনিকার বর্তমানে 26 বছর বয়স। যখন অগ্নিপথ সিনেমা থেকে তিনি অভিনয় করেছিলেন তখন তিনি মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।

Kanika Tewari

বর্তমানে কনিকা সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় এবং তিনি প্রায়ই তার বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে থাকেন। সোশ্যাল মিডিয়াতে বিশেষ তার ফ্যান ফলোইং রয়েছে। তার ভক্তরা তাকে বড় পর্দা তে অভিনয়ের জন্য দেখতে প্রবল আগ্রহী। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই তিনি বলিউডে প্রবেশ করবেন।

Kanikaa tiwari