Skip to content

এবার বিশ্বের সবচেয়ে দামি ভাসমান বাড়ি কিনে তাক লাগিয়ে দিলেন মুকেশ আম্বানি! কি কি রয়েছে ভেতরে?

img 20221226 215736

ভারতের অন্যতম ধনী ব্যবসায়ী হলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্ণধার মুকেশ আম্বানি (Owner Of Reliace Industry)। এছাড়াও এশিয়ার অন্যতম ধনী ব্যবসায়ী তিনি। যত দিন এগোচ্ছে তিনি নিজের ব্যবসার পরিধি বাড়িয়ে চলছে ভারতে। সাথে বাড়িয়ে চলেছেন নিজের। এবার তার নামে আরও একটি দুর্দান্ত সম্পত্তি  যুক্ত হয়েছে। কিনেছেন বিদেশে এক ভাসমান বাড়ি কিনে সকলের কাছে তাক লাগিয়ে দিয়েছেন।

Antilia

মুকেশ আম্বানির রয়েছে সবচেয়ে দামি বিলাসবহুল একটি বাড়ি, যার নাম অ্যান্টলিয়া (Antilia)। ২৭ তলা সম্পন্ন এই বাড়ির ভিতরে পৃথিবীর সমস্ত বিলাসবহুল জিনিস বর্তমান রয়েছে। এবার আরও একটি নতুন সম্পত্তি কিনে নিয়েছে আম্বানি। এবার তিনি কিনেছেন একটি জলে ভাসবান বাড়ি। যা বিশ্বের সর্বাধিক দামি বাড়ি হিসাবে  (World’s Most Expensive House)। জলের মধ্যে ভাসমান ৫৮ মিটার লম্বা এই প্রাসাদটি ৩৬,৬০০ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত। প্রাসাদটি ফরাসি কোম্পানি নির্মিত করেছিল। এই ভাসমান বাড়িতে ১২ জন যাত্রী সহ ২০ জন ক্রু মেম্বার আরামের সঙ্গে বসতে পারবেন।

Floating house

জলে ভাসমান এই বাড়িটির ভিতরে পরিবেশ অত্যন্ত সুন্দর ও ঝকমকে। ৪৫০ কিলো ওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম চারিপাশে রয়েছে সোলার প্যানেল। রয়েছে একটি সুইমিং পুল সহ একটি হেলিপ্যাড। এছাড়াও ম্যাসেজ সেন্টার, জিম সেন্টার, পার্লারের সুবিধা রয়েছে।