অভিনেতা যশের (Yash) কেজিএফ চ্যাপ্টার 2 (KGF CHAPTER 2) , আল্লু অর্জুনের(Allu Arjun) পুষ্পা: দ্যা রাইজ( Pushpa: The Rise) এবং পরিচালক এস রাজামৌলির(SS RAJAMOULI) আরআরআর(RRR), দক্ষিণের চলচ্চিত্রগুলি বলিউডকে ছাড়িয়ে গেছে। দক্ষিণের হিন্দি ডাব করা ছবি এখন বলিউডের দর্শকদের কাছে অনেক পছন্দ হচ্ছে। আসলে এখন দর্শকরাও সাউথের এই ছবিগুলোকে অনেক পছন্দ করেন।
গত এক বছরের কথা বললে, দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির সামনে বলিউড তুচ্ছ প্রমাণিত হয়েছে। বলিউডের অনেক বড় তারকার রয়েছে, কিন্তু দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে হার মেনে নিতে বাধ্য হচ্ছেন। আজকের এই প্রতিবেদনে আমরা জানবো আগামী সময়ে কোন কোন দক্ষিণী ছবি মুক্তি পেতে যাচ্ছে।
দক্ষিণের সুপারস্টার পবন কল্যাণের ছবি ‘ভীমলা নায়ক’-এর হিন্দি সংস্করণ শীঘ্রই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। এ ছাড়া জনপ্রিয় অভিনেতা ‘সুরিয়া’-এর ‘ইটি’ ছবিতেও বলিউড ইন্ডাস্ট্রিতে প্রতিযোগিতা দিতে দেখা যাবে। দক্ষিণের সবচেয়ে জনপ্রিয় সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি অভিনেতা থালাপ্যাথি বিজয় এবং পূজা হেগড়ের ছবি ‘বিস্ট’। এখনো পর্যন্ত ছবিটি ভাল রকম আয় করেছে।
এছাড়া তেলেগু সুপারস্টার মহেশ বাবুর ছবিও মুক্তি পেতে চলেছে শিগগিরই। বর্ষীয়ান এই অভিনেতাকে খুব শীঘ্রই ‘সরকারু ভারী পেট্টা’ ছবিতে দেখা যাবে। এই ছবিটি 2022 সালের মে মাসে মুক্তি পাবে। সুপারস্টার চিরঞ্জীবীর ছবি ‘আচার্য’ও এই বছর মুক্তি পাবে এবং ভক্তরা এর হিন্দি সংস্করণের জন্য অপেক্ষা করছেন।
রাধেশ্যামের ব্যর্থতার পর, প্রভাস তার আসন্ন ছবি ‘আদিপুরুষ’ থেকে অনেক আশাবাদী। প্রভাসের পাশাপাশি এই ছবিতে দেখা যাবে অভিনেত্রী কৃতি শ্যানন ও সাইফ আলি খানকেও। 2022 সালের আগস্টে এই ছবিটি মুক্তি পাবে।