ভিলেন হিসেবে বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের (Sanjay Dutt) অভিনয় মানুষ পছন্দ করেছে। শোনা যাচ্ছে, দক্ষিণের আরেকটি ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে সঞ্জয় দত্তকে। বলিউডের অন্যতম সেরা অভিনেতা, সঞ্জয় দত্ত তার নায়কের ভূমিকায় মানুষকে প্রচণ্ডভাবে বিনোদন দিয়েছেন এবং এখন তিনি চলচ্চিত্রে ভিলেন হয়ে মানুষের মন জয় করছেন। সঞ্জয় দত্ত এর আগে অনেক ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন।
অতীতে, সঞ্জয় দত্ত যশের ছবি ‘কেজিএফ 2’ (KGF 2), রণবীর কাপুরের (Ranbir Kapoor) ছবি ‘শামশেরা’ (Shamshera) এবং অর্জুন কাপুরের (Arjun Kapoor) ছবি ‘পানিপথ’ (Panipath) -এ ভিলেনের ভূমিকায় অভিনয় করেছেন। ভিলেন হিসেবে সঞ্জয় দত্তের অভিনয় মানুষ পছন্দ করেছে। এখন খবর আসছে দক্ষিণের আরেকটি ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে সঞ্জয় দত্তকে।
সঞ্জয় দত্তের আসন্ন সিনেমা (Sanjay Dutt upcoming movie)
সঞ্জয় দত্তের কাজের ফ্রন্ট সম্পর্কে কথা বললে, তিনি ২০২২ সালে এ পর্যন্ত তিনটি ছবিতে উপস্থিত হয়েছেন। সঞ্জয় দত্ত সহিত যশের ছবি ‘কেজিএফ 2’ (KGF2) অভিনয় করেছেন যা এপ্রিলে মুক্তি পেয়েছে, অক্ষয় কুমারের (Akshay Kumar) ছবি ‘সম্রাট পৃথ্বীরাজ’ (Samrat Prithivraj) জুনে মুক্তি পেয়েছে এবং রণবীর কাপুরের ছবি ‘শামশেরা’ (Shamshera) জুলাইয়ে মুক্তি পেয়েছে।
এখন সঞ্জয় দত্তকে দক্ষিণের তারকা থালাপথি বিজয়ের (Thalapathy Vijay) ছবি ছাড়াও ‘দ্য গুড মহারাজা’ (The Good Maharaja) এবং ‘ঘুডচাদি’ (Ghudchadi) -এর মতো ছবিতে দেখা যাবে।