মানুষ হোক কিংবা পশুপাখি, যে কোন প্রাণীর তার ঘরই তার হলো শান্তির প্রথম স্থান। সারাদিনের ব্যস্ততা কাটিয়ে মানুষ পশু-পাখি সকলেই দিনের শেষে বাড়ি ফিরতে চায়। আজ আমরা এমন এক কচ্ছপের কথা বলব যে দীর্ঘ কুড়ি বছর খাঁচায় বন্দী অবস্থায় ছিল এবং অবশেষে মুক্তি পেয়ে ৩৭ হাজার মাইল পাড়ি দিয়ে নিজের ঘরে ফিরে গেল।
ওই কচ্ছপটি ছিল একটি মহিলা কচ্ছপ, নাম ইয়শি (yoshi)। ওজন প্রায় 180 কেজি। দীর্ঘ কুড়ি বছর সে খাঁচায় বন্দী অবস্থায় ছিল। কিন্তু এই দীর্ঘ সময় পর যখন সে মুক্তি পেল সর্বপ্রথম সে ফিরে গেল তার নিজের বাসায়। কিন্তু 37 মাইল দীর্ঘ পথ সে কিভাবে অতিক্রম করে ফিরে গেল তা আশ্চর্য ঘটনা।
বনদপ্তরের অধিকর্তা পারভিন কাসয়ান ওই কচ্ছপের একটি ছবি শেয়ার করে বলেন, “এই মহিলা কচ্ছপ টিকে কুড়ি বছর আগে আহত অবস্থায় পাওয়া গিয়েছিল। তারপর তাকে পুনরায় সুস্থ করতে চিকিৎসালয় এ দীর্ঘ কুড়ি বছর রাখা হয়। তারপর যখন সে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায় তখন তার সাথে একটি স্যাটেলাইট ট্যাগ লাগানো হয়।
যাতে জীববিজ্ঞানীরা এর প্রজাতি সম্পর্কে আরও কিছু তথ্য পেতে পারে ও পরবর্তী সময়ে সে কোথায় যাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়। এই স্যাটেলাইট ট্যাগ এর মাধ্যমে জানা যায় সে আফ্রিকা থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত দীর্ঘ ৩৭ হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছে।
প্রসঙ্গত উল্লেখ্য, পৃথিবীতে সবচেয়ে বেশি বছর বেঁচে থাকে কচ্ছপ। কচ্ছপের গড় বয়স হয়ে থাকে প্রায় দেড়শ থেকে আড়াইশো বছর। জীব বিজ্ঞানীদের মতে কচ্ছপের এই দীর্ঘ সময় বেঁচে থাকার জন্য দায়ী বিশেষ প্রকৃতির শরীরের DNA গঠন। আলডাব্রা টরটাইস নামের একটি কচ্ছপ যা পৃথিবীতে সবচেয়ে বেশি দিন জীবিত থেকেছে। এই কচ্ছপটি বেঁচেছিল 256 বছর।