Skip to content

সিদ্ধার্থ মালহোত্রার বৌদির গ্ল্যামার ও সৌন্দর্যের কাছে হার মানবেন তার স্ত্রী কিয়ারাও! দেখুন কিছু ছবি

img 20230211 173215

সম্প্রতি বিবাহ সারলেন দুজন বিখ্যাত বলিউড অভিনেতা-অভিনেত্রী। তারা হলেন সিদ্ধার্থ মালহোত্র (Siddharth Malhotr) এবং কিয়ারা আদভানি (Kiara Advani)। তাঁদের পরিবার এবং বন্ধুবান্ধব নিয়ে জয়সলমের সূর্যগড়ে  বিয়ের অনুষ্ঠান আয়োজন করছিলেন তারা।আসুন আজ এই প্রতিবেদনে আমরা সিদ্ধার্থের পরিবার সম্পর্কে জেনে নি।

Kiara Sidharth

বিয়েতে উপস্থিত ছিলেন সিদ্ধার্থ মলহোত্রার সম্পূর্ণ পরিবার। বাবা সুনীল মলহোত্র এবং মা রীমা মলহোত্র কিয়ারা আদভানিকে ভালো সুন্দর নেকলেস দিয়েছে। সিদ্ধার্থের ভাই হর্ষদ মালহোত্রা এবং তার বৌদি পূর্ণিমা মালহোত্রাও উপস্থিত ছিলেন তাদের বিয়েতে। সিদ্ধার্থের সম্পূর্ণ পরিবার দিল্লিতে থাকেন।

Sidharth

এই বলিউড অভিনেতাকে প্রায় সময় নিজের পরিবারের সাথে সময় কাটাতে দেখা যায়। শুধু তাই নয় প্রতিটি সুন্দর মুহূর্তের ছবি তিনি নিজস্ব সোশ্যাল মিডিয়া শেয়ারও করেন। সম্প্রতি নিজের পরিবারের সাথে সমুদ্রে গিয়ে ছুটি কাটানোর বেশ কিছু ছবি তিনি শেয়ার করেছেন পছন্দ করেছেন।

Sidharth Malhotra brother

এই অভিনেতার বড় ভাই হর্ষদ মালহোত্রা একজন খুব বড় ব্যাঙ্কার এবং তার স্ত্রী পূর্ণিমা মালহোত্রা খুবই সুন্দরী একজন মহিলা। তার সৌন্দর্যের কাছে অনেক বলিউড অভিনেত্রীরাও হার মেনে যাবে। সিদ্ধার্থের তার ভাইপোর সঙ্গে খুব ভালো বন্ডিং রয়েছে। তাদের মাঝে মধ্যেই একসাথে জিমে দেখা যায়। খুব তাড়াতাড়ি এবার নিজের শ্বশুরবাড়ি যাবেন অভিনেত্রী কিয়ারা আদভানি।