Skip to content

শুধু সিনেমাতে নয় বাস্তব জীবনেও হিরো আল্লু অর্জুন, অনাথ মেয়ের সমস্ত দায়ভার নিলেন নিজের কাঁধে!

    img 20221117 163153

    বর্তমানে দক্ষিণী সিনেমাগুলি (South Indian Cinema) দেখার জন্য প্রেক্ষাগৃহে সবচেয়ে বেশি ভিড় জমে। সকলেই সাউথ ইন্ডিয়ান ফিল্মের অভিনেতাদের ভীষণ পছন্দ করেন। তবে তার মধ্যে আল্লু অর্জুন (Allu Arjun), বিজয় (Vijay), যশ (Yash) একটু উল্লেখযোগ্য। তেমনই আজও এমন একজন অভিনেতা সম্পর্কে এই প্রতিবেদনে আপনাদের বলব যিনি একটি দুর্দান্ত সামাজিক কাজের জন্য কোটি কোটি দর্শকের মন জিতে নিয়েছেন। তিনি হলেন আমাদের সকলের প্রিয় মানুষ তথা ‘পুষ্পা’ (Pushpa) অভিনীত আল্লু অর্জুন (Allu Arjun)।

    Allu Arjun

    অভিনেতা আল্লু অর্জুন (Allu Arjun) শুধু একজন অভিনেতাই নন সাথে একজন দুর্দান্ত সোশ্যাল ওয়ার্কারও (Social Worker)। অভিনয় জীবনে ক্যারিয়ার তৈরি করার সাথে তিনি বেশ কিছু সামাজিক কাজের জন্যও দর্শকদের মন দিতে নিয়েছেন। বলা বাহুল্য, দর্শকরা এখন তার সিনেমা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন।

    Photo of Allu Arjun

    সম্প্রতি বিভিন্ন প্রতিবেদন স্বরূপ জানা গেছে, কেরালার একটি মেয়েকে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন তিনি (Allu Arjun Helped A Girl For Her Education)। মেয়েটি দ্বাদশ শ্রেণিতে ভালো ফলাফল করে সফল হওয়া একটি ছাত্রী।  তার প্রাপ্ত নম্বর ৯২ শতাংশেরও অধিক। তবে ভয়াবহ কোভিডে তিনি নিজের বাবাকে হারিয়েছেন। এই কারণে মেয়েটির পড়াশোনা অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছিল। সেই সময় মেয়েটির পাশে এসে দাঁড়িয়ে তাকে সাহায্য করে অভিনেতা আল্লু অর্জুন (Allu Arjun) এবং মেয়েটির যাবতীয় দায়ভার নিজের কাঁধে তুলে নেন।

    Pushpa

    মেয়েটির স্বপ্ন তিনি উচ্চ শিক্ষিত হয়ে নার্স হবেন। আর তারই স্বপ্ন পূরণ করায় পরবর্তী সমস্ত ধাপে সাহায্য করতে চলেছেন আমাদের আল্লু অর্জুন। ইতিমধ্যে একটি বেসরকারি কলেজে মেয়েটিকে আগামী চার বছরের কলেজ ফি সহ হোস্টেল খরচ দিয়ে ভর্তি করিয়ে দিয়েছেন অভিনেতা। কেরালা রাজ্যেরই আলা পূজা জেলার জেলা ম্যাজিস্ট্রেট ভি আর কৃষ্ণ তেজা এই খবরটি সকলের সাথে সোশ্যাল মিডিয়া শেয়ার করেছেন। মুহূর্তের মধ্যে এই ঘটনাটি লোকমুখে ছড়িয়ে পড়ায় তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছে।