Skip to content

একটি ঘড়ির দামই 18 কোটি! দেখে নিন আম্বানি পুত্র অনন্ত আর কি কি মহামূল্যবান জিনিসের মালিক

img 20230419 090410

সম্প্রতি নিতা মুকেশ আম্বানি কালচারার সেন্টার, উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন জনপ্রিয় সমস্ত তারকারা। মুকেশ আম্বানি বা নিতা আম্বানির অনুষ্ঠান মানেই যে জাঁকজমকপূর্ণ একটি সন্ধ্যা হবে তা বলাই বাহুল্য। তবে এই তারকা খচিত সন্ধ্যায় সবথেকে বেশি যিনি নজর কেড়েছেন তিনি হলেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট।

anant ambani wrist watch

অনন্ত এবং রাধিকাকে নিয়ে মানুষের মধ্যে এখনো উন্মাদনা কিছু মাত্র কমেনি। তার মধ্যেই এই অনুষ্ঠানে নব দম্পতি পাপারাজিদের নজর কেড়ে নেয়। তবে সব থেকে বেশি যেটি নজর কেড়েছে সেটি হল অনন্ত আম্বানির হাতে থাকা বহু মূল্যবান ঘড়ি। জানা গেছে, ঘড়িটির দাম গ্র্যান্ডমাস্টার চাইম। আনুমানিক মূল্য প্রায় ১৮ কোটি টাকা। পাটেক ফিলিপ সংস্থার এই ঘড়িটি নাকি বিশ্বের বহু মূল্যবান ঘড়িগুলির মধ্যে অন্যতম।ঘড়িটির বৈশিষ্ট্য হলো, ঘড়িটিতে মূল ডায়াল ছাড়াও আরো দুটি আলাদা আলাদা ডায়াল রয়েছে।

তবে শুধু অনন্ত নয় নজর কেড়েছেন রাধিকাও। সাহাব দুরাজির ডিজাইন করা ইন্দো ওয়েস্টার্ন লেস শাড়ি পড়েছিলেন তিনি সঙ্গে নিয়েছিলেন হার্মেস কেলি সংস্থার মিনি ব্যাগ। রাধিকার হাতের ব্যাগটি আকারে এতটাই ক্ষুদ্র যে সহজে আপনার চোখে পরবে না কিন্তু আকারে ছোট এই ব্যাগটি কিন্তু প্রায় দুই কোটি টাকা মূল্যের। রাধিকা পড়েছিলেন হিমারিয়ান প্রিমিয়ার স্যান্ডেল যার দাম আনুমানিক চার লক্ষ টাকার কাছাকাছি।

grandmaster chime by patek philippe watch

প্রসঙ্গত, অনন্তের সম্পত্তির পরিমাণ এখনই প্রায় আকাশ ছোঁয়া। দুবাইয়ের পাম জুমেইয়ার সমুদ্র সৈকতের সামনে একটি ভিলায় থাকেন অনন্ত, যেখানে রয়েছে দশটি বেডরুম। ঘরের ভেতরে সুইমিং পুল থেকে শুরু করে প্রাইভেট স্পা সবকিছুই রয়েছে। এই ভিলাটির মূল্য আনুমানিক ৬৫৫ কোটি টাকা। বিলাসবহুল এই ভিলায় একাধিক নামিদামি ব্র্যান্ডের গাড়িও রয়েছে যার মধ্যে অন্যতম হলো মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস ডব্লিউ ২২০। গাড়িটির মূল্য আনুমানিক ১.৭১ কোটি টাকা থেকে প্রায় ২ কোটি টাকার মধ্যে।

মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস ডাবলু ২২১ মূল্যের আরও একটি গাড়ি রয়েছে অনন্তের কাছে, যার মূল্য প্রায় ১.৪১ কোটি টাকা। এছাড়াও রয়েছে মার্সিডিজ বেঞ্জ জি ৬৩ এ এম জি, মডেলের একটি গাড়ি যার দাম আনুমানিক ২.৫৫ কোটি টাকা। এছাড়াও সম্পূর্ণ পরিবারের কাছে রয়েছে মোট বারোটি রেঞ্জ রোভার ভগ, যার মধ্যে একটি অনন্ত এবং একটি আকাশের। গাড়িগুলির মূল্য আনুমানিক ৪.১৯ কোটি টাকা। বলাই বাহুল্য কয়েক কোটি টাকার গাড়িতে চড়ে নিশ্চয়ই লক্ষ টাকার ঘড়ি পড়ে আসবেন না অনন্ত। তাই অনন্তের ঘড়ির দাম যে কোটি টাকার কাছাকাছি হবে তা বলাই বাহুল্য।