Skip to content

এক গাছ থেকে অন্য গাছে পাখির মত উড়ছে এই সবুজ রঙের সাপটি, সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও!

img 20221028 113503

প্রত্যেকের সাপ (Snake) দেখেছেন। সে জলাশয়ই হোক কিংবা বাড়ির চারপাশে ঝোপ জঙ্গলে। সাপ বিভিন্ন প্রজাতির হয়। কোন কোন সাপের বিষ থাকে মাত্রারিক্ত আবার কোন সাপের বিষ থাকে না। সাপ নিয়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা আমরা প্রায়ই শিরোনামে দেখে থাকি। তবে আপনি কি কখনো শুনেছেন সাপ উড়তে পারে? শুনেই অবাক লাগছে তো? কিন্তু বাস্তবে ঠিক এমনই ঘটনা ঘটেছে। খোঁজ পাওয়া গেছে এমন একটি সাপের যা উড়তে পারে। আর ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় সেই সাপের ভিডিও ভাইরাল হয়ে চলেছে।

সবুজ রঙের এই সাপ কে দেখতে পুরো গাছের পাতার মতো (The green snake looks like the color of tree leaves)। সুতরাং সাপটি গাছের পাতার সাথে কিংবা ঘাসের সঙ্গে মিশে থাকলে আপনি খালি চোখে দেখে চিনতে পারেন না। এই ধরনের সাপ গ্রিন স্নেক (Green Snake) নামে পরিচিত। গুগলে সার্চ করলে কিংবা ইউটিউবে এই সাপের ভিডিও দেখা যাবে।

Snake

এই সাপের সব থেকে আশ্চর্যতম বৈশিষ্ট্য হলো, এই গ্রিন স্নেকটি (Green Snake) উড়তে পারে। ভালো করে লক্ষ্য করলে দেখা যায় এই সাপের শরীরের ৮০ থেকে ৯০ শতাংশ বাতাসে ভাসমান অবস্থায় থাকে যখন এক গাছ থেকে অন্য গাছে এই সাপকে উড়তে দেখা যায়। এই গাছগুলি এক গাছ থেকে অন্য গাছে ওড়ার সময় শরীরটাকে এমনভাবে মোচড় দেয় যাতে তাদের শরীর উপর নিচে করার মাত্রায় আসে এবং তারা এক লাফে অনেকটা জায়গা অতিক্রম করতে পারে। এই সাপেদের শরীরের এমন গঠন রয়েছে যা তাদের শারীরিক ভারসাম্য নিয়ন্ত্রণে সাহায্য করে। এরপরেই তারা উড়তে পারে অর্থাৎ এক গাছ থেকে অন্য গাছে যেতে সক্ষম হয়।

Flying snake

তবে এই সাপ কালো অথবা ধূসর রঙেরও হয়। ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের এই সাপ বেশ লাজুক প্রকৃতির। তাই কোন মানুষ দেখলে দ্রুত সেখান থেকে ছুটে পালিয়ে যায়। যেহেতু এই সাপের পা নেই তাই পেশি এবং ত্বকের সাহায্যে ঢেউয়ের আকারে সোজা হয়ে হাঁটার সময় শরীরকে সামান্য তুলে নেয়।

জানা গেছে, এই উড়ন্ত সাপের বিষ প্রায় নেই বললেই চলে। এই সাপটি ভারত, চীন, শ্রীলঙ্কাসহ আরও বিভিন্ন দেশে দেখা গেছে। এই ক্রিম স্নেক এর প্রধান খাদ্য হলো মাছ, ব্যাঙ, পাখি ও বাদুড়। সাধারণত এরা গাছের কান্ড বা পুরো ডালে বসবাস করে।