ফের একবার ঘূর্ণিঝড়ের কবলে পড়তে চলেছে পূর্ব ভারত। জাওয়াদ নামক ঘূর্ণিঝড় ডিসেম্বরের শুরুতেই আছড়ে পড়তে চলেছে পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে। আগামী 4 ডিসেম্বর অর্থাৎ শনিবার জাওয়াদ ঘূর্ণিঝড় উত্তর অন্ধ্র প্রদেশ ও উড়িষ্যা উপকূলের মধ্যে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তারপর ধীরে ধীরে পূর্ব উপকূলের গা বেয়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
মৌসম ভবন এর তরফ থেকে পাওয়া খবর অনুযায়ী, দক্ষিণ থাইল্যান্ড ও তত্সংলগ্ন অঞ্চলে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে যা আগামী 12 ঘন্টায় আন্দামান সাগরে পৌঁছে যাবে। তারপর বৃহস্পতিবার পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর তা দক্ষিণ-পূর্ব তথা পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এ অবস্থান করবে। এবং তার পরবর্তী 24 ঘন্টায় বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড় সৃষ্টি করবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
তারপরে সেই ঘূর্ণিঝড় ক্রমশ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এবং অগ্রসর হওয়ার সাথে সাথে শক্তি বাড়বে এই ঘূর্ণিঝড়ের। তারপর শনিবার উত্তর অন্ধ্র প্রদেশ ও উড়িষ্যা উপকূলে আছড়ে পড়বে জাওয়াদ ঘূর্ণিঝড়।
এই ঘূর্ণিঝড়ের শক্তি তথা বেগ কত হতে পারে তাও জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর।
জাওয়াদ ঘূর্ণিঝড়ের বেগ হবে ঘন্টায় 89 থেকে 117 কিলোমিটার। তবে এই ঘূর্ণিঝড় সরাসরি উড়িষ্যা উপকূলে আছড়ে পড়বে নাকি পূর্ব উপকূলের গা বেয়ে বেরিয়ে চলে যাবে তা এখনো পুরোপুরি নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। উড়িষ্যা উপকূলে আছড়ে পড়লে ক্ষয়ক্ষতি কতটা হবে তা বলার অপেক্ষা রাখে না আর যদি পূর্ব উপকূলের গা বেয়ে বেরিয়ে যায় তাহলেও প্রবল বর্ষণ ও ক্ষয় ক্ষতির সম্ভাবনা রয়েছে।
এখন জেনে নেওয়া যাক কোন কোন অঞ্চলে ভারী বৃষ্টি এর সম্ভাবনা রয়েছে।
যেকোনো ঘূর্ণিঝড়ে বেশি ক্ষয়ক্ষতি পরে উপকূলবর্তী অঞ্চলে। কারণ ঘূর্ণিঝড় আছড়ে পড়ে উপকূলে। যেহেতু উড়িষ্যা ও অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে সেহেতু উড়িষ্যা ও অন্ধ্র প্রদেশের বেশ কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেও। আগামী রবিবার অর্থাৎ 5 ডিসেম্বর পশ্চিমবঙ্গ ও ওড়িশার বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।