Skip to content

আশ্চর্যজনক এক জলময় গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা, একাধিক ক্ষেত্রে রয়েছে পৃথিবীর মতো সাদৃশ্য!

img 20230318 120022

সর্বদা বিজ্ঞানীরা মহাকাশ সংক্রান্ত বিষয় নিয়ে নানারকম পরীক্ষা-নিরীক্ষা করতে থাকেন। তেমনই সম্প্রতি গবেষণার কাজ করতে গিয়ে বিজ্ঞানীরা পৃথিবী থেকে মাত্র ১৩৮ আলোকবর্ষ দূরে  ধীরে ধীরে জলে পরিপূর্ণ হয়ে ওঠা একটি জলময় গ্রহের সন্ধান পেয়েছেন। যে গ্রহ পৃথিবীর মতোই বসবাসযোগ্য হতে পারে। তবেই গ্রহ নিয়ে বিজ্ঞানীরা বেশ কিছু রহস্যের সন্ধান পেয়েছে।

Water planet

পৃথিবীর তুলনায় এই গ্রহের ওজন ৬.১ গুণ বেশি এবং ব্যাসার্ধের পরিমাণ ২.২৫ গুণের অধিক। নতুন এই গ্রহের নাম HD-207496b। বর্তমানে বিজ্ঞানীরা পরীক্ষা করছেন যে এই গ্রহের বায়ুমন্ডল সম্পূর্ণ গ্যাসে পরিপূর্ণ নাকি সমুদ্রে? নাকি দুটোর ভাগই সমান সমান রয়েছে।

Earth

বিজ্ঞানীদের মতে তারা যদি এই নতুন রহস্যপূর্ণ গ্রহের যাবতীয় তথ্য খুঁজে পায় তবে তাদের ক্ষেত্রে পৃথিবীর চেয়ে বড় পাথুরে গ্রহ এবং নেপচুনের চেয়ে ছোট গ্যাসীয় গ্রহের ধাঁধা সমাধান করা সুবিধা হয়ে যাবে। তবে ঠিকভাবে ভাবলে বুঝতে পারবেন এটি একটি বায়বীয় বায়ুমণ্ডল যা বিশাল সমুদ্র নিয়ে গঠিত।

Planet

সারা বিশ্বের বিজ্ঞানীরা এখনো ৫৩ হাজারেরও বেশি বহিরাগত গ্রহের আবিষ্কার করেছেন। এই গ্রহগুলি নিয়ে অধ্যায়ন করার পর বিজ্ঞানীরা গ্রহ ব্যবস্থা সম্পর্কে তথ্য পেতে পারেন। পৃথিবীর মতো দেখতে অনেক গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। সেই গ্রহগুলি ১০০ দিনের কম সময়ে সূর্যের চারিদিকে ঘোরে এবং তারা পৃথিবীর চেয়ে দেড় থেকে দ্বিগুণ বড়।

Earth moon

HD-207496b গ্রহটি আবিষ্কার করেছে চিলির ইউরোপীয় সাউদার্ন অবজারভেটরি। পরে এবিষয়ে নিশ্চিত হওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল নাসার TESS এক্সোপ্ল্যানেট টেলিস্কোপকে। সেই ক্ষেত্রে আরও নিশ্চিত ভাবে জানা গেছে এর রহস্যময় জলে ভরা গ্রহটি পৃথিবী থেকে ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। ধীরে ধীরে সমস্ত জল গ্রহে আকার ধারণ করছে। অর্থাৎ এক কথায় বলা যায় অনেক সময় পেরিয়ে যাওয়ার পর এই গ্রহে মানুষের বসবাস স্থাপন হতে পারে।