ভারতীয় যাত্রীদের ক্ষেত্রে সবচেয়ে বেশি আরামদায়ক এবং দ্রুততম যেকোনো গন্তব্যে পৌঁছে যাওয়ার মাধ্যম হলো ট্রেন (Indian Railway)। যারা প্রতিদিন ট্রেনে যাত্রা করেন তারা জানেন নির্দিষ্ট ট্রেনে ওঠার পূর্বে টিকিটের জন্য একটি লম্বা লাইন পড়ে।
এই লম্বা লাইন পেরিয়ে টিকিট সংগ্রহ করতে অনেক সময় নষ্ট হয়। অনেক সময় নির্দিষ্ট ট্রেন মিসও হয়ে যায়। তবে আজ আমরা এই প্রতিবেদনে ট্রেনের টিকিট কাটার বিষয়ে একটি নতুন তথ্য জানতে চলেছি। এই নতুন খবরটি আপনাকে লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার বিরক্তিকর পরিস্থিতিতে থেকে রেহাই দেবে (Relief from long ticket booking line in Indian railways station)। আসুন প্রতিবেদনটি সম্পর্কে বিস্তারিত জেনেনি।
আপনাকে আর দাঁড়াতে হবে না ট্রেনের টিকিট কাটার লম্বা লাইনে। অনলাইন আপনাকে সেই সুবিধার ব্যবস্থা করে দেবে। নিত্যদিনের টিকিট হোক কিংবা কোনও দুর্যাত্রার টিকিট, আপনি অনলাইনের মাধ্যমে তা কেটে ফেলতে পারবেন অনায়াসেই। তার জন্য আপনাকে ফোনে ডাউনলোড করতে হবে UTS নামক একটি এপ্লিকেশনটি। এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে শুধুমাত্র প্লাটফর্ম টিকিটই সংগ্রহ করা যায় তা নয়, সংগ্রহ করা যায় সিজনের টিকিটও। সম্প্রতি ভারতীয় রেল কর্তৃপক্ষের তরফ থেকে এই টিকিট কাটার বিষয়ে একটি নতুন সিদ্ধান্ত জারি হয়েছে। এই UTS অ্যাপের মাধ্যমে যাত্রীরা ট্রেনের ১০০ কিলোমিটার দূর থেকেও টিকিট কাটতে সক্ষম হবে। অবশ্য শহরতলীর এলাকাতে দূরত্ব আরো বেশি বাড়লেও কোনো ক্ষতি নেই।
এই UTS এপ্লিকেশনের ক্ষেত্রে পূর্বে নিয়ম ছিল যাত্রীরা কেবলমাত্র ৫ কিলোমিটারের মধ্যে থেকেই টিকিট কাটতে পারবেন। আর শহরের ক্ষেত্রে ছিল ২ কিলোমিটার আরও বেশি। আপনি যদি এই টিকিট কাটার বিষয়ে আরও বিস্তারিত জানতে চান তবে লগইন করতে পারেন এইখানে… www.utsonmobile.indianrail.gov.in।
এছাড়াও এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে টিকিট কাটলে আপনাকে ঘন্টার পর ঘন্টা সময় অতিবাহিত করে লাইনে দাঁড়াতে হবে না। সাথে এই নিয়মটি বেশ পরিবেশ বান্ধব। চারিদিকে কাগজ পড়ে না থেকে পরিবেশ দূষণ কম হবে। এছাড়াও অ্যাপ থেকে সংগ্রহ করা অফলাইনেও টিটিকে (TTE) দেখানো যাবে। যারা মাঝেমাঝেই বন্ধুদের সাথে কিংবা স্বপরিবারে কোথাও ট্যুরে যাওয়ার প্ল্যান করেন তাদের ক্ষেত্রেই এই নিয়মটি বেশ সুবিধা প্রদান করবে।