রহস্যে ভরা এই মহাজগতে আমাদের যত মনে হয় আমরা এই বিষয়ে অনেক কিছু জানে, তবে আসলেই আমরা এই বিষয়ে ১০% -এরও কম জানি। পৃথিবীর ৩ ভাগ জল আর ১ ভাগ স্থল। প্রায়ই সময়ে বিশ্বের নানা অজানা জিনিস উৎঘাটিত হতে দেখা যায়। সে সমুদ্রের তলদেশেই হোক কিংবা স্থলভাগে। পৃথিবীর বেশ কিছু রহস্য আমরা জানি, কিন্তু এবার ভারতের প্রতিবেশি দেশ চিনেই ঘটে গেল একটি অবাক করার মতো ঘটনা।
একটি বিশালাকার গর্তের সন্ধান পাওয়া গেছে চীনের একটি জঙ্গলে। এই গর্তগুলি গবেষণা করার পর বিজ্ঞানীরা বেশ কিছু অজানা তথ্য জানতে পেরেছেন। এমন একটি জায়গায় গর্তগুলো অবস্থিত যেখানে সূর্যের আলো পৌঁছায় না।
চীন দেশের একটি মিডিয়ার রিপোর্ট থেকে জানা গেছে, ৬৩০ ফুট আকৃতি সম্পন্ন লে কাউনটির জঙ্গলে (In the woods of Ley County) এই গর্তটির নাম শেনইং তিয়ানছেং (Shenying Tiancheng)। স্থানীয় মানুষদের বিশ্বাস অনুযায়ী বলা যায়, এই গর্তটি এই পৃথিবীর সঙ্গে অন্য একটি পৃথিবীর সংযোগ স্থাপন করেছে।
তবে চীনা গবেষকরা শুধুমাত্র বাইরে থেকেই এই গর্তগুলি পর্যবেক্ষণ করেননি, পরন্তু ৬ই মে চীনা গবেষক চেন লিক্সিং তার বড় দলবল নিয়ে এই গর্তের ভেতর প্রবেশ করেন। গর্তে ঢোকার পর তারা জানতে পারেন গর্ত গুলির ভেতর তিনটে পৃথক পথ বর্তমান। এখনো পর্যন্ত এরকম মোট সুবিশাল ৩০ টি গর্তের সন্ধান পাওয়া গেছে। এই গর্তের ভিতর এমন কিছু গাছপালা সন্ধান পাওয়া গেছে যা পূর্বে জনমানুষ দেখেনি।
গবেষকরা ধারণা করছে, দীর্ঘদিন ধরে জলস্রোত বন্ধ হয়ে যাওয়ার কারণে এই গর্তের সৃষ্টি হয়েছে। গর্তে ঢুকে গবেষকরা এই গর্তটির প্রচুর ভিডিও এবং ছবি সংগ্রহ করেছেন। গর্তটি নিয়ে ভবিষ্যতে আরো অনেক তথ্য সংগ্রহ করা হবে এ বিষয়ে নিশ্চিত বিজ্ঞানীরা।