Skip to content

এই মাছ বিক্রি করে রাতারাতি লাখপতি হয়ে গেলেন দীঘার এক মৎস্যজীবী, নিলামে মাছটির দাম উঠলো

    img 20221109 232500

    দীঘার মোহনাতে আবারও দেখা গেল একটি বিরাট মাছ। ফের দেখা মিলল বিরাট আকারের তেলিয়া ভোলার। এই মাছটি উদ্ধার করেন কাঁথির এক ট্রলার যার মালিক বিবেক (Vivek) করণ। তারপরে তিনি বিশাল মাছটিকে আড়তে আনেন বিক্রির জন্য। নিলামে এই মাছের দাম শুনলে অবাক হবেন আপনি। ৩৬ কেজি ৫০০ গ্রাম ওজনের এই মাছটির দাম ৩ লক্ষ টাকা। কেজি দরে যার দাম ৭৫৫০ টাকা। অর্থ্যাৎ বিক্রির সব টাকাই মৎসজীবী উপার্জন করেছেন।

    Fish

    খবর সূত্রে জানা গেছে, কলকাতার এক বড় ব্যবসায়ী মৎস্যজীবীর থেকে এই মাছ কিনেছেন। একথা হয়ত সকলেই জানেন জনগণের কাছে অন্যান্য মাছের তুলনায় এই মাছের চাহিদা সবচেয়ে বেশি। এই মাছ শুধু আপনাকে লাখপতি বা কোটিপতি করবে তা নয় এছাড়াও এই মাছের বহু গুণ রয়েছে। বিশেষজ্ঞদের মতে এইমাত্র যদি পুরুষ হয় তবে তার দাম আরও বেশি। এবং এই মাছের পটকা থেকে জীবনদায়ী ওষুধের ক্যাপসুল তৈরি হয়ে থাকে। অর্থাৎ বলাবাহুল্য, পটকা যত বড় হবে এই মাসে চাহিদার সাথে দামও তত বাড়বে।

    Telia bhola fish

    সাধারণত এই মাছ যেকোন জায়গায় পাওয়া সম্ভব নয়। এরা গভীর সমুদ্রে বেশ দলবদ্ধ অবস্থায় ঘোরাফেরা করে। এই মাছ শিকারের জন্য অভিজ্ঞ সম্পন্ন শিকারির প্রয়োজন। বলা যায়, বিবেক বাবু রাতারাতি লক্ষপতি হয়ে গেছেন। তবে শুধু তিনি নয়। এই তেলিয়া ভোলার কারণে কোটিপতি হয়েছেন আরও অনেকেই। এক কথায় বলা যায় এই তেলিয়া ভোলা মাছ (Telia bhola fish) সবচেয়ে মূল্যবান সম্পদ।