Skip to content

TRAI এর কড়া নির্দেশ মোবাইল কোম্পানিগুলিকে, মানুষের সাধ্যের দামের মধ্যে আনতে হবে 5G মোবাইল!

img 20230305 090542

অনেকদিন হয়ে গেল 4G টেকনোলজির মেয়াদ শেষ হতে চলেছে। তার পরিবর্তে দেশ জুড়ে শুরু হতে চলেছে 5G নেটওয়ার্ক (5G Network)। বর্তমানে যাদের কাছে 4G মোবাইল রয়েছে তাদের সমাজে বেশ বেমানান লাগে। 5G আসার পূর্বে সবারই মোবাইল ছিল 4G। তবে বাজারে বর্তমানে 5G ইন্টারনেট স্পিড চলে আসায় 4G ব্যবহার করা মোবাইলের ব্যাক্তিরা সমস্যায় পড়েছেন।

5G

গত ১লা অক্টোবর থেকে এই 5G পরিষেবা চালু হওয়ার পর Reliance Jio এবং Airtel এই তিনটি সংস্থাই দেশে সমস্ত শহরে এই পরিষেবা পৌঁছে দিচ্ছে। এমন বহু মানুষ রয়েছেন যারা 5G স্মার্টফোনে বিদ্যমান 4G সিম মারফতই  কোম্পানিদ্বয়ের আনলিমিটেড 5G নেট সার্ভিস ব্যবহার করতে সক্ষম হয়েছেন। তবে অনেকেই এই সুবিধা উপভোগ করতে পারছেন না। তাই যাতে সবাই এই পরিষেবা উপভোগ করতে পারেন সেই উদ্দেশ্যেই টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই (TRAI)-র পক্ষ থেকে এক বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।

Trai

বর্তমানে যাদের কাছে একমাত্র 5G স্মার্ট ফোন রয়েছে, তারাই শুধু 5G নেটওয়ার্কের সুবিধা পাচ্ছেন। ব্যবহার করতে পারছেন উচ্চগতি সম্পন্ন নেটওয়ার্ক (High Speed Network)। তাই যাতে সবাই উচ্চগতি পরিষেবা উপভোগ করতে পারেন সেই কারণে TRAI চেয়ারম্যান পি. ডি. বাঘেলা (P. D. Vaghela) সম্প্রতি ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া কর্তৃক আয়োজিত এক ডিজিটাল সামিটে বলেছেন যে, 5G মোবাইলের চড়া দাম যাতে দেশের ডিজিটাল উন্নতির পথে বাঁধা সৃষ্টি না করতে পারে, এবার সেদিকেই এই সংস্থা লক্ষ্য দেবেন। সেই জন্যেই একটি বিশেষ পদক্ষেপ নেওয়া হতে চলেছে।

5g smart phone

উল্লেখযোগ্য, বর্তমান সময়ে একটি 5G হ্যান্ডসেটের দাম ৩২০০০ টাকা। অতিরিক্ত দাম হওয়ার কারণেই অনেকেই এই মোবাইল কেনার সাহস পাচ্ছেন না। এই কারণে সংস্থা চেষ্টা করছে ২০০০০ টাকায় যাতে এই 5G হ্যান্ডসেটগুলি পাওয়া যায়। যাতে সাধারণ মানুষ তাদের সাধ্যের মধ্যে মোবাইলটি কিনতে সক্ষম হয়।