Skip to content

বড় ঘোষণা কেন্দ্রের! এবার থেকে বদলে যাচ্ছে কোউইন রেজিস্ট্রেশন এবং ভ্যাকসিন নেওয়ার পদ্ধতি

    গোটা দেশে করোনার বিভীষিকা। এরই মধ্যে চলছে টিকাকরণ(vaccination) এর কাজ। ইতিমধ্যে গোটা দেশে টিকাকরণের তৃতীয় পর্যায় শুরু হয়ে গেছে। কিন্তু কেন্দ্রীয় সরকারের Cowin পোর্টালে ভ্যাকসিনের জন্য নাম নথিভুক্ত করার প্রযুক্তিগত সমস্যা দেখা যাচ্ছে। এর ফলে দেশের বিভিন্ন টিকা প্রাপকরা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই সমস্যার দিকটি পর্যালোচনা করে Cowin অ্যাপস এবং টিকাকরণ এর ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হচ্ছে।

    বিভিন্ন সময় দেখা যাচ্ছে কোন ব্যক্তি CoWIN পোর্টালে ভ্যাকসিনের জন্য নাম নথিভুক্ত করে স্লট বুকিং করে রাখছেন। কিন্তু কোন কারণে সেই দিনে ভ্যাকসিন নিতে যেতে না পারলেও মোবাইলে এসএমএস আসছে যে সেই ব্যক্তির টিকাকরণ সম্পূর্ণ হয়ে গেছে। অর্থাৎ টিকাকেন্দ্রে জিনি টিকা দিচ্ছেন ভুল করে তিনি সেই ব্যক্তির নাম নথিভুক্ত করে দিচ্ছেন অথচ তিনি টিকা নেননি। তাই এই ধরনের ভুলগুলি সংশোধনের জন্য কেন্দ্র সরকার তরফ থেকে টিকা প্রাপকের মোবাইলে একটি চার অঙ্কের ওটিপি (OTP) পাঠাচ্ছে। অর্থাৎ স্লট বুকিং এর পর মোবাইল ডিজিটের একটি OTP পাবে। আজ থেকে এ ব্যবস্থা চালু করছে কেন্দ্রীয় সরকার।

    Cowin

    Cowin app

    অর্থাৎ আগের নিয়মে স্লট বুকিং এর পর নির্দিষ্ট টিকাকেন্দ্রে গেলেই টিকা পাওয়া যেত। কিন্তু এখন এই নতুন পরিষেবার মাধ্যমে যিনি টিকা নেবেন তাকে টিকাকেন্দ্রে করে ওই চার ডিজিটের ওটিপি নিয়ে যেতে হবে। তারপর সেই স্বাস্থ্যকেন্দ্রে ঠিকা কর্মী সিকিউরিটি কোড অর্থাৎ OTP টি যাচাই করে টিকা প্রদান করবেন। তবে যারা অনলাইনে স্লট বুকিং করছেন তাদের জন্যই এই পদ্ধতি চালু করা হচ্ছে।