Skip to content

শিশুদের জীবন সুরক্ষিত করতে দুর্দান্ত পলিসি LIC -র, ২০ লক্ষ টাকা রিটার্ন দিচ্ছে মাত্র ১৫০ টাকা বিনিয়োগে!

    img 20230211 162326

    প্রত্যেক মানুষের নিজের ভবিষ্যৎ সম্পর্কে সচেতন থাকে আর বর্তমানে ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য চারিদিকে অনেক বীমা পলিসি বেরিয়েছে। প্রত্যেক ব্যাক্তিই ব্যাংক অথবা বীমা সংস্থায় সঞ্চয় ও বিনিয়োগ করে পরবর্তী সময় মোটা অঙ্ক ফেরত পেতে চান। তাই আপনি যদি আপনার সন্তানদের সুরক্ষিত ভবিষ্যতের জন্য সঞ্চয় ও বিনিয়োগের কথা ভাবছেন তবে LIC আপনার জন্য নিয়ে এসেছে একটি দুর্দান্ত প্ল্যান। যার নাম- নিউ চিলড্রেন মানি ব্যাক প্ল্যান” (New Children Money Back Plan)।

    LIC

    বর্তমানে মানুষের সঞ্চয় বিনিয়োগের প্রতি এবং সেখান থেকে এককালীন মোটা অঙ্কের টাকা রিটার্ন পাওয়ার প্রতি আগ্রহ বেড়েই চলেছে। তাই এবার এলআইসি’র (LIC) -র এই নতুন স্কিমে বিনিয়োগ করে আপনি আপনার সন্তানের জন্য উজ্জ্বল ভবিষ্যত তৈরি করতে পারেন। এই স্কিমে আপনি ক্ষুদ্র ক্ষুদ্র পলিমাণে টাকা জমাতে শুরু করুন এবং এইভাবে আপনার সন্তানদের এককালীন প্রচুর অর্থ ভবিষ্যতে তুলে দিন। তাই এই স্কিমে প্রথমেই আপনাকে দিতে হবে ১৫০ টাকা। এই পলিসির সময় সীমা ২৫ বছরের জন্য।

    LIC POLICY

    এছাড়াও এই পলিসির মাধ্যমে আপনি আপনার কিস্তিতে ভালো পরিমান রিটার্ন পাবেন। যখন আমরা সন্তানের ১৮ বছর বয়স হবে তখন এটা প্রদান করা হবে। আবার দ্বিতীয়বার এটা প্রদান করা হবে ২০ বছর বয়সে। তৃতীয়বার করা হবে ২২ বছর বয়সে।

    LIC

    বীমাকৃতরা অর্থ ফেরত ট্যাক্স হিসাবে বীমাকৃত রাশির ২০-৩০ শতাংশ পাবে এই নতুন পলিসি থেকে। যখন আপনার সন্তানের বয়স ২৫ হবে, তখন সে পুরো টাকাটা পাবে। এছাড়াও জানিয়ে রাখি, ৬০ শতাংশ টাকা কিস্তির মাধ্যমে জমা করতে হবে আর বাকি ৪০ শতাংশ টাকা আপনি সময় মেয়াদে ফেরত দিনে পারবেন। এইভাবে এই স্কিমে টাকা জমালে আপনার সন্তান ভবিষ্যতে হয়ে উঠবে কোটিপতি।