Skip to content

শিল্পপতি মুকেশ আম্বানির CFO এর মাসিক বেতন কত জানেন? টাকার পরিমাণ শুনলে মাথা ঘুরে যাবে!

বিগত কয়েক বছর ধরে এশিয়ার সবচেয়ে ধনীতম শিল্পপতিদের (Mukesh Ambani)  মধ্যে মুকেশ আম্বানির নাম ১০ নম্বর স্থানে। রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্ণধার মুকেশ আম্বানি (Reliace Industry Owner Mukesh Ambani) ধনকুবেরদের তালিকাতেও গত একদশক ধরে প্রথমসারিতে।

Mukesh Ambani

বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী জানা গেছে, বেশ কয়েক বছর ধরে বছরে মুকেশ আম্বানির (Mukesh Ambani) গড় দৈনিক আয় ১৭০ কোটি টাকা। অর্থাৎ তার মোট সম্পত্তির পরিমাণ ৭,১৮,০০০ কোটি টাকা, যার পরিমাণ বর্তমানে ক্রমশ বেড়ে চলেছে।  মালিক কোটি কোটি টাকা উপার্জন করলে কর্মচারীদের বেতনও আকর্ষণীয় হবে এটাই স্বাভাবিক।

Mukesh Ambani

অলোক আগরওয়াল (Alok Agarwal), এই ব্যাক্তি ২০০৫ সাল থেকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (Relience Industries Limied) প্রধান আর্থিক কর্মকর্তা বা সিএফও (CFO) হিসাবে নিজের দায়িত্ব পালন করে চলেছেন। মুকেশ আম্বানির এই গুরুত্বপূর্ণ কর্মচারী প্রতি মাসে কোটি কোটি টাকা উপার্জন করেন। জানিয়ে রাখি, অলোক আগরওয়াল আইআইএম আহমেদাবাদে গিয়েছিলেন পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট-এর জন্য। তিনি কানপুরের আইআইটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ বি.টেক করেছেন।

Alok Agarwal

অলোক আগরওয়াল (Alok Agarwal) রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেডের CFO হওয়ার আগে দীর্ঘ ১২ বছর ধরে ব্যাঙ্ক অফ আমেরিকার (Bank Of America) সঙ্গে যুক্ত ছিলেন। তারপর ১৯৯৩ সালে তিনি রিলায়েন্সের কোষাধ্যক্ষ পদে যোগদান করেন আর সেই সময় থেকেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আর্থিক সংস্থানের বিভিন্ন দিক থেকে শুরু করে ব্যাঙ্কিং যাবতীয় লেনদেন পরিচালনা করেন।

Alok Agarwal

একটি খবরের সূত্রে জানা গেছে, অলোক আগারওয়াল ২০২১-২২ সালে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (Relience Industries Limied) বার্ষিক প্রতিবেদন অনুযায়ী প্রতি মাসে ১২ কোটি টাকা পারিশ্রমিক পান। ২০২২ সালের ৩১শে ডিসেম্বরের শেয়ারহোল্ডিং অনুযায়ী বর্তমানে তিনি মোট ৩৯৪.৩ কোটি টাকা মালিক।