Skip to content

প্লেনে জন্ম নেওয়া শিশুর সারা জীবনের টিকিট ফ্রী, বিনামূল্যে করতে পারে ভ্রমন! কতটা সত্যতা রয়েছে বিষয়টিতে?

    img 20230309 093420

    অনেক শিশুই বিমান পথে জন্ম নেয়। এটা নতুন কোনও ব্যাপার নয়। আপনারা নিশ্চয়ই এর আগে বিমানে শিশুর জন্মের খবর শুনেছেন। এই নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন ও ধারণাও রয়েছে।

    Newborn baby

    তবে সবচেয়ে বেশি যে প্রশ্নটি সবার মনে জাগে তা হল সত্যিই কি কোন শিশু বিমানে জন্মগ্রহণ করলে সে সারা জীবন বিনামূল্যে বিমানে টিকিট পেতে পারে ( (Baby Born On Plane Free Flights For Life)? কিংবা কোন দেশের নাগরিক হবে সেই শিশুটি? চলুন আজকের এই প্রতিবেদনে আপনাদের এই প্রশ্নগুলি বিস্তারিত জানাই।

    Newborn baby in aeroplane

     

    প্রকৃত বিষয়টি হল প্লেনে জন্মানো শিশুরা সারা জীবন বিনামূল্যে টিকিট পায় এটা সম্পূর্ণ ভুল ধারণা। এবার যদি বলেন ভারতের কোনও দম্পতি ইংল্যান্ড যাওয়ার পথে বিমানে সন্তান জন্ম দেন তাহলে সে কোন দেশের নাগরিক হবে (Baby Born In Plane Nationality)?

    Newborn baby

    প্রসঙ্গত, এমন ঘটনা বহুবার ঘটেছে। তবে সেই সব শিশু বিশ্ব নাগরিকত্ব পায়নি। কিংবা এবিষয়ে এয়ার লাইসেন্সের কোনও নিয়ম নেই। সুতরাং বলা যায়, পিতা মাতা যে দেশে থাকেন শিশুটিও সেই দেশেরই নাগরিকত্ব পাবে। অপরদিকে অনেকেই ভাবেন কোনও শিশু প্লেন যাত্রায় মাঝ পথে জন্মালে সারাজীবনের জন্য বিনামূল্যে টিকিট পেতে পারেন। সত্যিটা হল, এটা সবচেয়ে ভুল ধারণা। তবে হ্যাঁ, খুশির খবর পেয়ে এয়ারলাইন্স অনেক সময় নবজাতককে সারাজীবনের টিকিট বিনামূল্যে করে দেয়।

    Baby

    এমন একটি ঘটনাই ২০১৬ সালে ঘটেছিল। যেখানে সেবু প্যাসিফিক এয়ার ফ্লাইটে জন্ম নেওয়া নবজাতকের জন্য ১০ লক্ষ্ গেট গো পয়েন্ট দিয়েছিল। এই জানিয়ে রাখি, গর্ভাবস্থার সময় ভারত থেকে প্লেনে ভ্রমণ করার অনুমতি নেই।