Skip to content

মাত্র ১০ হাজার টাকা বিনিয়োগ করে হয়ে যান টাটা গ্রুপের পার্টনার, মাস গেলে হবে মোটা উপার্জন

img 20220713 164543

বর্তমানে সবাই চান ব্যবসা করতে এবং তাতে সফলতা অর্জন করতে। ব্যবসা মানুষকে অনেক ধনী করে দিতে পারে। বর্তমানে ডিজিটাল ইন্ডিয়ার (Digital India) হাত ধরে সবকিছুই ধীরে ধীরে ডিজিটাল হচ্ছে। বর্তমানে সবকিছু অনলাইন মারফত হয়, সে বিনোদন মাধ্যম থেকে শুরু করে যাই হোক না কেন। আর এই সবের সাথেই তাল মিলিয়ে টাটা ওয়ান এমজি’র (Tata 1MG) যে অনলাইন ফার্মেসি আছে, তা ছড়িয়ে পড়েছে সারা দেশে।

আপনি যদি ভাবেন নতুনভাবে ব্যবসা করবেন তবে টাটা গ্রুপ কোম্পানি আপনার জন্য এনেছে এক দুর্দান্ত অফার। এই অনলাইন ফার্মেসী (Online Fermacy) কোম্পানি ‘সেহাদ কে সাথী’ (Sehat Ke Sathi) নামে একটি নতুন প্রোগ্রাম শুরু করেছে, যা খুব দ্রুত সারা ভারতের ছড়িয়ে পড়বে। আপনিও চাইলে এই প্রোগ্রামের অংশীদার হতে পারেন। আপনিও মোটা অংকের আয় করতে পারেন শুধুমাত্র স্বল্প পুঁজি বিনিয়োগ করে কোম্পানির ফ্র্যাঞ্চাইজি(Franchise) নিয়ে।

Tata 1mg

কী সুবিধা পাবেন ?

এই কোম্পানির অংশীদার হলে আপনি পাবেন এই কোম্পানির ফ্র্যাঞ্চাইজি(Franchise) এবং আপনি তা নিয়ে অনায়াসেই নিজের এলাকায় ব্যবসা করতে পারবেন। কিন্তু আপনি নিশ্চয়ই ভাবছেন এই ফ্র্যাঞ্চাইজি নিয়ে ঠিক কি ব্যবসা করবেন ? তাহলে চলুন আপনাকে বলা যাক আপনাকে কোম্পানি তরফ থেকে যে নির্দিষ্ট এলাকা দেওয়া হবে ব্যবসা করার জন্য, সেখানে আপনাকে গ্রাহক জোগাড় করতে হবে এবং গ্রাহকদের থেকে যে অর্থ উপার্জন হবে তার এক শতাংশ আপনাকে কমিশন হিসেবে দেওয়া হবে অর্থাৎ গ্রাহক যোগ করার উপরই নির্ভর করছে আপনার ইনকাম। আমি যত বেশি গ্রাহক যোগ করতে পারবেন ততই আপনার ইনকাম।

এই ফ্র্যাঞ্চাইজি’র জন্য কত বিনিয়োগ করতে হবে ?

Tata 1 mg

সূত্র অনুযায়ী যদি আপনি এই প্রোগ্রামটিতে অংশগ্রহণ করতে চান তবে প্রথমে আপনাকে ১০০০০ টাকা বিনিয়োগ করতে হবে। তবে এর জন্য ফার্মেসি ডিগ্রী প্রয়োজন হয় না। এই ডিগ্রী যদি আপনার কাছে না ও থাকে তাহলেও আপনি এই কোম্পানির পোগ্রামে যোগ দিতে পারেন। ফ্র্যাঞ্চাইজি নিলে আপনাকে কোম্পানি তরফ থেকে দেওয়া হবে ১টি রক্তচাপ চেকিং মেশিন(Blood Pressure Machine) , ১টি সুগার চেকিং মেশিন(Sugar Test Machine) এবং ৫০০টি ভিজিটিং কার্ড(Visiting Card)।

কীভাবে আবেদন করবেন ?

প্রথমে আপনাকে টাটা ওয়ান এমজি কোম্পানির ওয়েবসাইটে যেতে হবে। 1mg.com/sehatkesathi হল কোম্পানির ওয়েবসাইট। ওয়েবসাইটটি ওপেন হওয়ার পরই লিড জেনারেশন পার্টনার (Lead Generation Patner) লেখাটি নির্বাচন করতে হবে।  এরপর আপনাকে জমা দিতে হবে বেশ কিছু তথ্য। তারপরে সবকিছু ঠিকঠাক থাকলে কোম্পানি তরফ থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে। এছাড়াও আরও সুবিধার্থে আপনি আপনার সমস্ত তথ্য এই ওয়েবসাইটের নির্দিষ্ট মেলেও ([email protected]) পাঠিয়ে দিতে পারেন।

১৭ হাজার কোটি টাকা হবে ২০২৩ সালের মধ্যে ই-ফার্মেসির বাজার

মিডিয়া সূত্রে জানা গেছে যে, দ্রুতহারে ভারতে এই ই ফার্মেসীর (E-Farmacy) ব্যবসা বৃদ্ধি পাচ্ছে। ভবিষ্যতে ব্যবসার বাজারে এই ফার্মেসী ভালো মতন জায়গা করে নেবে। বর্তমানে মোট ২৫০০ কোটি টাকার ব্যাবসা করছে ই-ফার্মেসি। ২০২৩ সালের মধ্যে প্রায় ১৭ হাজার কোটি টাকার ব্যাবসা করবে।

Share