টেলিভিশন খ্যাত জনপ্রিয় এই অভিনেত্রী মাত্র ২০ বছর বয়সেই নিজের পরিশ্রমে কোটি কোটি সম্পত্তির অধিকারিনী। তিনি কাজের সূত্রে কখনো কোরিয়া কিংবা কখনো ভারতে অনায়াসেই যাতায়াত করেন। এই বলিউড খ্যাত বাঙালি অভিনেত্রী হলেন সকলের পছন্দের অনুষ্কা সেন (Anushka Sen) । সদ্য টিনএজ পেরিয়ে আসা এই খাঁটি বাঙালি অভিনেত্রী কীভাবে এত টাকা উপার্জন করেন ?
অনুষ্কা সেন (Anushka Sen) একজন অভিনেত্রী ও মডেল। এই পেশা দুটো থেকে তার আয় বেশ ভালোই হয়। জানা গেছে, তিনি আগেও এবং এখনো তার ধারাবাহিক প্রতি এপিসোডের জন্য লক্ষাধিক টাকা উপার্জন করেন। এছাড়াও তার আয়ের জন্য আরও অনেক জায়গা রয়েছে। এই মুহূর্তে ইনস্টাগ্রামে তার ৪ কোটি অনুরাগী রয়েছে। এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকেও তিনি ভালো অর্থ আয় করেন। জানেন এই অভিনেত্রী কত সম্পত্তির মালিক?
খবর সূত্রে জানা গেছে, মাত্র ২০ বছর বয়সেই তার ১০ কোটি টাকার সম্পত্তি রয়েছে। এছাড়াও রয়েছে বিলাসবহুল বাড়ি, গাড়ি সবই। এই কম বয়সেই তার জীবনযাত্রা বাকিদের তুলনায় একদম অন্যরকম। একদম ছোট থেকেই তিনি অভিনয় জগতে নিজের ক্যারিয়ার গড়তে শুরু করেন। তাকে দেখা গিয়েছিল ‘বাল বীর’, ‘ঝাঁসি কি রানি’র মতো জনপ্রিয় ধারাবাহিকে। সেই ছোট থেকেই অনুষ্কা সেন সাফল্যতা অর্জন করতে শুরু করেন এবং আজ তিনি বলিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে সেরা সুন্দরী অভিনেত্রী।
খবর সূত্রে জানা যায়, বর্তমানে তিনি তার আসন্ন কাজগুলো নিয়ে ভীষণ ব্যস্ত এবং প্রত্যেকটি প্রোজেক্টে বেশ দাপিয়ে অভিনয় করেছেন। এর পাশাপাশি তিনি জনপ্রিয় রিয়্যালিটি শো ‘খতড়ো কি খিলাড়িতে’ অংশ নিয়েছিলেন। তিনি বাঙালি জাতির কন্যা হলেও তার জন্ম হয়েছিল প্রতিবেশী রাজ্য ঝাড়খন্ডের রাঁচিতে। তিনি স্পষ্ট বাঙলা বলতেও পারেন এবং লিখতে ও বুঝতেও পারেন। বর্তমানে তিনি তার প্রত্যেকটি বিকিনি পরা ছবি প্রকাশের ফলে বেশ চর্চায় আছেন। সম্প্রতি তিনি কোরিয়ান ড্রামাতেও অভিনয় করেছেন। তাহলে সব মিলিয়ে বলা যায়, তার জীবন বেশ স্বাচ্ছন্দেই কাটছে।