Skip to content

বিয়ের পর অঙ্কিতাকে মালদ্বীপে ৫০ কোটি টাকার বাড়ি উপহার দিলেন ভিকি

অভিনেত্রী অঙ্কিতা লোখান্ড(Ankita Lokhande) কে তার স্বামী ভিকি জৈন (Vicky Jain) কথামতো বিয়ের দিন দিলেন মহামূল্যবান এক উপহার। এই উপহার অঙ্কিতা লোখান্ড কে খুবই সারপ্রাইজ করে দেয় এবং অত্যন্ত আনন্দিত হন তিনি। আপনার মনে প্রশ্ন থাকতে পারে কি এমন উপহার হতে পারে? সেই উপহার এর বিষয়টি শুনলে আপনিও চমকে যেতে পারেন। কি উপহার আসুন জেনে নেয়া যাক।

Ankita Lokhande

ভিকি জৈন স্ত্রী অঙ্কিতাকে উপহার দিলেন 50 কোটি টাকার বাড়ি! হ্যা, ঠিকই শুনলেন, 50 কোটি। এই বাড়িটির ডিজাইন করেছেন ভিকি জৈন নিজে। কি নেই এই বাড়িটিতে। বাগান, সুইমিং পুল থেকে শুরু করে ফিটনেস এর জন্য জিম সহ সবকিছু। বাড়িটি রয়েছে সুদূর মালদ্বীপে। এই উপহার পেয়ে তার স্ত্রী অঙ্কিতা রীতিমতো অবাক।

 

বৃহস্পতিবার বিকেল দিকে জনসমক্ষে এসেছিলেন নবদম্পতি ভিকি ও অঙ্কিতা। ফটোগ্রাফারদের সামনে পোজ দিয়ে ছবিও তুলেছেন। বেশ কয়েকদিন ধরেই ভিকি ও অঙ্কিতার মেহেন্দি, বাগদান অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ার একাংশ অঙ্কিতার এই বিয়ে দেখে যেমন আপ্লুত, তেমনি অন্যদিকে নেটিজেনদের মধ্যে কেউ কেউ স্পষ্টই অঙ্কিতাকে ট্রোল করতে শুরু করেছেন।

Ankita and Vicky

আপনার প্রশ্ন থাকতে পারে কিজন্যে এই ট্রোল? নিন্দুকরা টেনে আনছেন অঙ্কিতার প্রাক্তণ প্রেমিক সুশান্ত সিং রাজপুতের কথা। অনেকের অভিযোগ, সুশান্তকে একেবারে ভুলিয়ে দিয়ে অঙ্কিতা নাকি নিজের বিয়েতে মজেছেন। তবে এই সমস্ত অভিযোগ ভুল প্রমাণ করে দিয়েছেন অঙ্কিতা নিজেই।তিনি যে এখনও সুশান্ত সিং রাজপুতকে ভোলেননি বা ভুলতে চান না, তা যেন সবাইকে প্রকাশ্যে জানিয়ে দিলেন ‘পবিত্র রিস্তা’র অভিনেত্রী। কিন্তু কিভাবে? সেটিও জেনে নেওয়া যাক।

 

ভিকি জৈন ও অঙ্কিতা লোখান্ডের বাগদান অনুষ্ঠানের যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক শোনা যাচ্ছে সুশান্ত সিং রাজপুত অভিনীত ‘রাবতা’ ছবির গান। এর থেকে তিনি প্রমাণ করলেন যে এখনো তিনি সুশান্ত সিং রাজপুত কে ভুলে যাননি।

Ankita Lokhande and Vicky Jain married life

শুধু বাগদান অনুষ্ঠানের ভিডিও টি ভাইরাল হয়নি, ভাইরাল হয়েছে অঙ্কিতা লোখান্ডের গায়ে হলুদের ছবি ও ভিডিও। গায়ে হলুদে অঙ্কিতা সেজে উঠেছিলেন লাল রঙের পোশাকে। বন্ধু-বান্ধবীর সঙ্গে বলিউডি গানেও নেচে উঠেছিলেন ভিকি ও অঙ্কিতা। এই ভিডিওগুলি ভাইরাল হওয়ার পরেই সোশ্যাল মিডিয়া টুইটারে হঠাৎই সুশান্ত সিং রাজপুতের মৃত্যু বিচার চেয়ে টুইটারের ট্রেন্ডিং হতে থাকে। কারণ সুশান্ত এর মৃত্যু 18 মাস কেটে গেলেও মৃত্যুর আসল কারণ তদন্তে সামনে আসেনি।

 

 

যদিও সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুতে গভীর ভাবে ভেঙে পড়েন অভিনেত্রী অঙ্কিতা। সেই অবস্থায় তার পাশে দাঁড়িয়েছিল ভিকি। অঙ্কিতা ইনস্টাগ্রামে একটি লম্বা পোস্ট করে ভিকির উদ্দেশ্যে লেখেন, ‘ভিকি, কঠিন সময়ে তুমি আমার পাশে ছিলে। আমাকে সামলে দিয়েছিলে। আমাকে ভাল রেখেছিলে। তুমি দুনিয়ার সেরা বয়ফ্রেন্ড। তোমাকে খুবই ভালবাসি…।’ অঙ্কিতার সঙ্গে প্রায় সাড়ে তিন বছরের প্রেমের সম্পর্ক ভিকি জৈনের। সম্প্রতি তাঁদের একটি চুম্বনের ছবিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। বর্তমানে অঙ্কিতা ও ভিকি এখন সুখী দম্পতি।

Share