৪৫ টা বছর পার করে দিয়েছে বন্ধুত্ব অথচ এতগুলো বছরের মধ্যে তাঁদের মধ্যে নেই কোন বিবাদ। আজও দুজনেই একে অপরের সঙ্গে সময় কাটাতে বড়ই ভালোবাসেন। আমরা কথা বলছি মহাগুরু মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) এবং বিগ বি অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) বন্ধুত্বের। তবে তাদের এই বন্ধুত্বকে ঘিরে রয়েছে একটি মজার ঘটনা সেই সম্পর্কে আলোকপাত করবো আজ আমরা। সেই ঘটনাটি শেয়ার করেছেন মিঠুন চক্রবর্তীর কনিষ্ঠপুত্র নমশি চক্রবর্তী যাকে খুব শীঘ্রই আমরা অভিনয় জগতে দেখতে চলেছি এবং সেই কারণেই তাকে বিভিন্ন সময়ে নানান সাক্ষাৎকারও দিতে হচ্ছে তেমনই এক সাক্ষাৎকারে বাবার অতীত নিয়ে কিছু কথা বললেন তিনি, কি বললেন আসুন জানবো।
মিঠুন চক্রবর্তী জাতীয় পুরস্কারপ্রাপ্ত একজন অভিনেতা হলেও ক্যারিয়ারের শুরুতে তাঁকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। ১৯৭৬ সালে মৃণাল সেনের পরিচালনায় মৃগয়া ছবিতে তিনি অভিনয় করেছিলেন যে অভিনয়ের সুবাদে তিনি পরবর্তীকালে জাতীয় পুরস্কারও পান। মূলত তারপর থেকেই তাঁর ক্যারিয়ার গ্রাফে অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করা যায়।
আরও পড়ুন: জিৎ, প্রসেনজিৎ নাকি দেব এই ৩ টলিউড সুপারস্টারের মধ্যে কে সবচেয়ে ধনী?
১৯৭৯ সাল থেকেই তিনি বলিউডে পা রাখেন তাঁর প্রথম ছবি রাজশ্রী প্রোডাকশনের তারানা। ছবিতে যেখানে তিনি মুখ্য চরিত্রে অভিনয় করেন কিন্তু সেই সিনেমার শুটিং হয় সিমলায়, যে সময় অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) মিস্টার নটরওয়ারলাল ছবির শুটিং চলছিল হিমাচল প্রদেশে। একদিন আচমকাই অমিতাভ বচ্চন দেখতে পান টেম্পোতে বসে রয়েছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)।
আরও পড়ুন: রাজহাঁস না কাঠবিড়ালি, প্রথমে কী দেখলেন? উত্তরই জেনেনিন আপনার ব্যক্তিত্ব সম্পর্কে
দেখামাত্রই তিনি তাঁকে গাড়িতে করে তাঁর গন্তব্য পৌঁছে দিয়েছিলেন কারণ সেই সময় তারানা ছবির অভিনেত্রী রঞ্জিতা কৌরকে একটি গাড়ি এবং ভ্যানিটি ভ্যান দেয়া হলেও মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) কিছুই দেয়া হয়নি। তাঁকে প্রযোজনা সংস্থা নবাগত অভিনেতা হিসেবেই দেখতেন যে কারণে কোন রকম সুযোগ-সুবিধা তাঁকে দেওয়া হতো না। তিনি অন্যান্য কলাকুশলীদের সঙ্গে টেম্পোতে করে যাতায়াত করতেন। তবে বিগ বি তাঁকে চিনতে পারেন কারন তিনি মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) মৃগয়া সিনেমাটি দেখেছিলেন এবং মিঠুন চক্রবর্তীর কোন নিজস্ব গাড়ি নেই শুনে তিনি হতভম্ব হয়ে যান। মূলত সেই থেকে যে বন্ধুত্বের শুরু হয়েছিল আজো তা অমলিন।