বিনোদন জগতে অন্যতম শক্তিশালী নাম হলো অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। বাংলা হিন্দি এবং ইংরেজি সহ আরও একাধিক ভাষায় তাকে অতুলনীয় অভিনয় করতে দেখা গেছে। পুরোনো দিনের সিনেমা মানেই, তার অভিনীত দুর্দান্ত ব্লকবাস্টার সিনেমা। একসময় অমিতাভ বচ্চন অভিনীত সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর কম করেও ৫০ দিন অবধি চলত। বর্তমানে নতুন প্রজন্মের অনেক অভিনেতা-অভিনেত্রীরা এসে নিজেদের অভিনয় দক্ষতা প্রমাণ করলেও আজও বলিউডের শাহেনশাহ সমানভাবে দক্ষতার সঙ্গে অভিনয় করে চলেছেন।
অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) জন্মগ্রহণ করেছিলেন উত্তরপ্রদেশের এলাহাবাদের এক হিন্দু শিখ পরিবারের। তার পিতা হরিবংশ রায় ছিলেন একজন নামকরা হিন্দি কবি। বলিউডে তিনি আত্মপ্রকাশ করেন ১৯৬৯ সালে ‘সাত হিন্দুস্তানি’ ছবির হাত ধরে। তবে এই ছবি বক্স অফিসে তেমন সাড়া ফেলেনি। তারপর রাজেশ খান্নার সঙ্গে ‘আনন্দ’ সহ বেশকিছু ছবি করার পর, তার সমান অতুলনীয় আর কেউ ছিল না।
খবর সূত্রে জানা গেছে, বর্তমানে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার মালিক হলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। তবে শুধু এখানেই শেষ হয় তার স্ত্রী জয়া বচ্চন, ছেলে অভিষেক বচ্চন, পুত্রবধূ ঐশ্বরিয়া রায় এবং তার নিজের কন্যা ও নাতনি প্রত্যেকেই বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত এবং সেখান থেকে তারা অত্যাধিক পরিমাণে অর্থ উপার্জন করেন। অর্থাৎ বলা যায় তাদের গোটা পরিবার ধনসম্পদে পরিপূর্ণ। এই কারণেই অমিতাভ বচ্চন ও তার পরিবারকে বিগ বি বলা হয়।
তবে আপনারা হয়তো জানলে অবাক হবেন এত ধন-সম্পত্তি থাকা সত্ত্বেও এই বিগ বি সহ তার পরিবার নিজের পিসির ছেলে অনুপ রামচন্দ্রের সঙ্গে কোন যোগাযোগ রাখেননি। অনুপ বাবুর আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ হওয়া সত্ত্বেও কোনদিন সামান্য কোন পয়সা নিয়ে সাহায্য করেনি এই বিগ বি। জানা গেছে এমনকি দীর্ঘ সময় পর্যন্ত তার ভাইয়ের সঙ্গে কোন যোগাযোগ রাখেননি তিনি।
বর্তমানে তার ভাই অনুপচন্দ্র একটি ইলেকট্রনিক মিস্ত্রি হিসেবে কর্মরত। তার আর্থিক অবস্থাই চূড়ান্ত পর্যায়ে খারাপ হওয়ায় নিজের তুতো ভাইকে আর্থিক সাহায্য কেন করছেন না বিগ বি? জানা গেছে পূর্ববর্তী কোন পৈত্রিক ভিটে সংক্রান্ত ঝামেলা নিয়ে বহুবছর ধরে একে অপরের কেউ মুখ দেখেননি। তবে সম্প্রতি অনুপের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর বিগ বি -এর এই বিষয়টা আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে।