ইতিমধ্যেই আইপিএল পরিষেবা দিয়ে সকলের মন জয় করে নিয়েছে জিও। কিন্তু মুকেশ আম্বানির এই সংস্থা কিছুটা এগিয়ে যেতেই তড়িঘড়ি একটি বড়সড় সিদ্ধান্ত নিল এয়ারটেল। DTH এবং কেবিল টিভি চ্যানেলে থাকা কনটেন্ট অনলাইনে দেখানোর ক্ষেত্রে নতুন নিয়মের আর্জি জানালো এয়ারটেল। সংস্থাটি আবেদন করেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার কাছে। জেনে নেওয়া যাক কি সেই আবেদন।
আবেদনে বলা রয়েছে, টিভিতে যে সমস্ত কনটেন্ট দেখানো হয় সেগুলি যদি অনলাইন দেখানোর ব্যবস্থা করা হয় তাহলে এক পরিষেবা এক মূল্যের এক নীতি জারি করতে হবে। মনে করা হচ্ছে, জিও যেভাবে বিনামূল্যে কনটেন্ট স্ট্রিমিং করছে তাতে প্রতিযোগিতা তৈরি হচ্ছে অন্যান্য টেলিকম সংস্থাগুলির কাছে এবং সেই প্রতিযোগিতা বন্ধ করার জন্যই এই আবেদন জানিয়েছে এয়ারটেল।
বর্তমানে জিও সিনেমায় বিনামূল্যে আইপিএল ম্যাচ দেখা যাচ্ছে যার ফলে জিওর প্রচুর গ্রাহক বেড়ে যাচ্ছে এবং অন্য কোন প্লাটফর্মে টাকা দিয়ে মানুষ অনলাইন সার্ফিং করতে চাইছেন না। এটাই সম্ভবত এয়ারটেলের পদক্ষেপের মূল কারণ। আপাতত এয়ারটেল এমন কিছু পদক্ষেপ নেওয়ার কথা চিন্তা-ভাবনা করছে যার ফলে জিওর এই আগ্রাসন নীতিকে দমন করা যাবে।
প্রসঙ্গত, শুধুমাত্র আইপিএল নয় ডিজনি প্লাস হটস্টারের স্বত্বও কিনে রেখেছে জিও। যদিও আইপিএল আপনি বিনামূল্যে দেখতে পেলেও ডিসনি প্লাস হটস্টার দেখার জন্য আপনাকে অর্থ প্রদান করতে হবে। ট্রাই- এর নিয়ম অনুসারে ১৯ টাকা প্রদান করলে তবেই আপনি জিও সিনেমাতে দেখতে পাবেন হটস্টার। এই অর্থ খুবই সামান্য তাই স্বাভাবিকভাবেই গ্রাহকরা জিওর প্রতি আরো বেশি আগ্রহী হয়ে উঠছে আর সেখানেই সমস্যা এয়ারটেলসহ অন্যান্য টেলিকম কোম্পানির।