দক্ষিণ ভারতের বিখ্যাত অভিনেতা আল্লু অর্জুন (Allu Arjun) সকলের কাছেই একটি পরিচিত নাম। আজ গোটা বিশ্ব তাঁকে ‘পুষ্পা’ (Pushpa) নামে চেনে। গত বছর অর্থাৎ ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘পুষ্পা’ নামক সিনেমার পার্ট ওয়ান দেখার পর থেকেই লাল চন্দনের চোরাকারবারি পুষ্পা হয়ে উঠেছেন সাধারণ মানুষের হিরো। দক্ষিণের এই অভিনেতা খুব অল্প বয়সে অভিনয় জগতে পা রেখেছিলেন। এই মুহূর্তে তাঁর পারিশ্রমিকের পরিমাণ অনেক।
তিনি ‘পুষ্পা’ (Pushpa) সিনেমার সিকুয়েলের জন্য ১২৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন বলে শোনা যাচ্ছে। বিগত ২ দশকে তিনি তাঁর সম্পত্তির পরিমাণ কয়েক গুণ বাড়িয়ে নিয়েছেন। আজ আমরা আপনাদের অভিনেতা আল্লু অর্জুনের (Allu Arjun) মোট সম্পত্তির পরিমাণ সম্পর্কে বলতে চলেছি। আসুন জেনে নেওয়া যাক সেই সম্পর্কে বিস্তারিত তথ্য। আল্লু অর্জুনের সম্পত্তি গত কয়েক বছরের মধ্যে বেশ কয়েক গুণ বেড়েছে।
রিপোর্ট অনুযায়ী, আল্লু অর্জুনের (Allu Arjun) মাসিক উপার্জনের পরিমাণ ২ কোটি টাকা। শুধু সিনেমা নয়, বিজ্ঞাপন এবং ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করে তিনি অনেক টাকা উপার্জন করেন। তিনি বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থা থেকে মোটা টাকা নিয়ে থাকেন। বিভিন্ন বিজ্ঞাপনের জন্য তিনি ৪ কোটি টাকা পারিশ্রমিক নেন। তিনি হায়দ্রাবাদের একটি হেলথকেয়ার কোম্পানীতে বিনিয়োগ করেছেন। সেখান থেকেও তিনি বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জন করেন।
আরও পড়ুন: জিৎ, প্রসেনজিৎ নাকি দেব এই ৩ টলিউড সুপারস্টারের মধ্যে কে সবচেয়ে ধনী?
এই সব উপার্জন মিলিয়ে তাঁর মোট সম্পত্তির পরিমাণ বর্তমানে ৪৬০ কোটি টাকা। বর্তমানে তিনি এবং তাঁর পরিবার বেশ বিলাসবহুল জীবনযাপন করছেন। আল্লু অর্জুন (Allu Arjun), তাঁর স্ত্রী, পুত্র এবং কন্যাকে নিয়ে ১০০ কোটি টাকার একটি বিলাসবহুল বাড়িতে থাকেন। এই বাড়িটি হায়দ্রাবাদের জুবিলী হিলসে অবস্থিত। বাড়ির পাশাপাশি তাঁর গাড়ির সংগ্রহ দেখলে আপনি অবাক হবেন।
আরও পড়ুন: হিট সিনেমার দিক থেকে কে সেরা: শাহরুখ, আমির না অক্ষয়? প্রকাশ্যে এল তালিকা
তাঁর সংগ্রহে বিভিন্ন নামিদামি কোম্পানীর অনেক গাড়ি রয়েছে। রেঞ্জ রোভার, মার্সিডিজের মত গাড়ির সংগ্রহ রয়েছে আল্লু অর্জুনের, এছাড়া তাঁর কাছে রয়েছে একটি প্রাইভেট জেট এবং শুটিংয়ের প্রয়োজনে তিনি নিজস্ব একটি বিলাসবহুল ভ্যানিটি ভ্যান বানিয়ে নিয়েছেন, যার দাম প্রায় ৭ কোটি টাকা। তিনি সাধারণত ব্যক্তিগত সফরে তাঁর প্রাইভেট জেটের ব্যবহার করে থাকেন।