Skip to content

আল্লু অর্জুনের পরিবারেরই রয়েছেন ৯ জন বড় তারকা, প্রত্যেকে এক একজন সুপারস্টার

অভিনেতা আল্লু অর্জুন (Allu Arjun) তার সম্প্রতি মুক্তিপ্রাপ্ত পুষ্পা (Pushpa) সিনেমার মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছেন। এই সিনেমাটি একের পর এক রেকর্ড ভেঙে দিয়েছে। আপনি জানলে অবাক হবেন এই আল্লু অর্জুন তার পরিবারের শুধুমাত্র একজন অভিনেতা নন, তার পরিবারে আরো অনেকজন আছেন যারা অভিনয় জগতের সাথে যুক্ত আছেন। তবে তারা কারা? আসুন জেনে নেওয়া যাক।

Allu arvind

• আল্লু অরবিন্দ।

আল্লু অরবিন্দ হলেন আল্লু অর্জুন এর পিতা। ইনি একজন অত্যন্ত জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক।

Allu ramalinga

• আল্লু রামালিঙ্গয়া।

একটা সময় আল্লু রামালিঙ্গয়া দক্ষিনি সিনেমার জনপ্রিয় অভিনেতা ছিলেন। ইনি হলেন আল্লু অর্জুন এর দাদা। বর্তমানে তার পাঁচ সন্তানের মধ্যে আল্লু অরবিন্দ এবং সুরেখা দক্ষিণের সিনেমা তে জনপ্রিয়তা লাভ করেছেন।

Allu Brother

• আল্লু সিরিশ।

দক্ষিনি সিনেমার আরেক জনপ্রিয় অভিনেতা হলেন আল্লু সিরিশ। ইনি হলেন অল্লু অর্জুনের বড় ভাই। আল্লু সিরিশ 2013 সালে ‘গৌরব’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে ডেবিউ করেন। এনার ও অসংখ্য ফ্যান ফলোয়ার রয়েছে।

Chiranjivi

• চিরঞ্জীবী।

চিরঞ্জীবী কে দক্ষিনি সিনেমার ঈশ্বর বলা হয়ে থাকে। চিরঞ্জীবী হলেন আল্লু অর্জুনের পিসেমশাই, যিনি আল্লু অর্জুন এর পিসি সুরেখাকে বিয়ে করেন।

Ramcharan

• রামচরণ।

রম চরণ হলেন চিরঞ্জীবীর ছেলে। এ দিক থেকে দেখতে গেলে ইনিও অল্লু অর্জুনের নিকট আত্মীয়। রামচরণ একাধিক সিনেমাতে অভিনয় করেছেন যেগুলি হিট হয়েছে।

Paban Kalyan

• পবন কল্যাণ।

পবন কল্যাণ ও আল্লু অর্জুনের আত্মীয়। পবন কল্যাণ হলেন চিরঞ্জীবীর ভাই। তিনি 1966 সালে ‘আকাদ্দা ইক্কাদা আব্বায়ে’ ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন।

Barun Tej

• বরুণ তেজা।

নগেন্দ্র বাবু যিনি চিরঞ্জীব এর ছোট ভাই তার ছেলে হলেন বরুণ তেজা। তিনিও ফিল্ম ইন্ডাস্ট্রি সুপরিচিত অভিনেতা। অর্থাৎ ইনিও আল্লু অর্জুনের নিকট আত্মীয়।

Dharam tej

• ধরম তেজ।

চিরঞ্জীবীর বোন বিজয় দুর্গার ছেলে হলেন ধর্ম তেজ। ধরম তেজ সাউথ ইন্ডাস্ট্রির একজন সুপারস্টার। একাধিক সিনেমায় কাজ করেছেন এবং অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন। হঠাৎই নিয়ম আল্লু অর্জুন এর আত্মীয়।

Niharika kolavila

• নীহারিকা কোনাভিলা।

নগেন্দ্র বাবু যিনি চিরঞ্জীব এর ছোট ভাই তার মেয়ে হলেন নীহারিকা। সাউথ ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেত্রী হলে নীহারিকা। বড় পর্দার সাথে সাথে ছোট পর্দায় অভিনয় করেছেন নীহারিকা।

Share