বর্তমানে মুক্তিপ্রাপ্ত ছবিগুলির মধ্যে সবচেয়ে চর্চায় রয়েছে “দ্য কাশ্মীর ফাইলস(The Kashmir Files)”। অনান্য ছবি গুলিকে পিছনে ফেলে দিয়েছে এই ছবি। এটিকে একটি সিনেমা বললে ভুল হবে, এককথায় এটি কাশ্মীরি পণ্ডিতদের দুঃখজনক বাস্তবতা। এই ছবিটি পরিচালনা করেছেন বিবেক অগ্নিহোত্রী(Vivek Agnihotri)।
কাশ্মীরি পণ্ডিতদের দুর্দশার প্রতিটি চিত্র নিখুঁতভাবে বর্ণনা করা হয়েছে এই ছবিতে। সাধারণ মানুষ থেকে বলিউডের ভিন্ন অভিনেতা-অভিনেত্রীসহ দেশের প্রধানমন্ত্রীও ছবিটিকে যথেষ্ট প্রশংসা করেছেন। এই ছবির সাথে অক্ষয় কুমারের(Akshay Kumar) এ কটি ছবি মুক্তি পেয়েছে যাকে সরাসরি চ্যালেঞ্জ করেছে দা কাশ্মীর ফাইল।
‘দ্য কাশ্মীর ফাইলস’ এক সপ্তাহে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। গত সপ্তাহে 630 স্ক্রিনে ‘দ্য কাশ্মীর ফাইলস’ মুক্তি পেয়েছে, এবং চলতি সপ্তাহে আরো এটি বাড়বে। এই ছবিটি অক্ষয় কুমারকে যথেষ্ট অস্বস্তিতে ফেলেছে। কারণ দোলের দিনে অক্ষয় কুমারের ‘বচ্চন পান্ডে'(Bachchan Pandey) মুক্তি পেয়েছে। এই ছবিতে রয়েছে ভরপুর অ্যাকশন। তবে বিশেষজ্ঞদের মতে এই ছবিকে জোরদার টক্কর দিবে বিবেক অগ্নিহোত্রীর দ্য কাশ্মীর ফাইলস।
আশা করা যাচ্ছে 350 কোটি বক্স অফিস কালেকশন করবে এই ছবি। বর্তমানে দ্য কাশ্মীর ফাইলস এর জনপ্রিয়তায় সিনেমা হল মালিকরা অক্ষয় কুমারের বচ্চন পান্ডে কে স্ক্রীন দিতে রাজি হচ্ছেন না। দ্য কাশ্মীর ফাইলস এর জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে অক্ষয় কুমারের বচ্চন পান্ডে 400 থেকে 500 স্ক্রিন হারিয়েছে ।
মাত্র এক সপ্তাহে 100 কোটি টাকার কালেকশন করে নিয়েছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এবং অনুপম খের(Anupam Kher), মিঠুন চক্রবর্তী(Mithun Chakraborty), পল্লবী যোশী(Pallabi Joshi), দর্শন কুমার(Darshan Kumar) অভিনীত ‘দ্য কাশ্মীর ফাইলস’এর(The Kashmmir Files) ছবি টি।