ঐশ্বরিয়া রায় বচ্চন(Aishwarya Rai Bachchan) যিনি বহু দিন রুপোলি পর্দা থেকে দূরে রয়েছেন তিনি আবারও কাম ব্যাক করতে চলেছেন মণি রত্নমের তামিল ছবি পুণ্যিয়ানি সেলভান দিয়ে। সম্প্রতি ঐশ্বরিয়া রায় বচ্চন নিজে ওই ছবির ফার্স্ট লুক শেয়ার করেছেন। রত্নম পরিচালিত এই ছবির প্রধান চরিত্রে রয়েছেন নন্দিনী।
ছবিতে নন্দিনী এবং তার মা মন্দাকিনী দেবীর দ্বৈত চরিত্রে অভিনয় করছেন ঐশ্বর্য। ওই ছবিতে ঐশ্বরিয়া খুব সুন্দর দেখতে লাগছে। খোপা বাধা, সোনার গয়না ও ব্রাউন রঙের শাড়ি পড়ে রয়েছে ঐশ্বরিয়া কে মায়াবী লাগছে। ঐশ্বরিয়ার শেয়ার করা ছবিটি ঝড়ের গতিতে শেয়ার হতে শুরু করে। বহুদিন পর ঐশ্বরিয়া আবারও বড় পর্দায় ফিরতে চলেছেন এতে ফ্যানরাও খুবই খুশি।
আগামী 30 সেপ্টেম্বর বড় পর্দায় আসতে চলেছে এই ছবি ‘পুণ্যিয়ানি সেলভান’ এর প্রথম পার্ট। ছবি শেয়ার করে ঐশ্বরিয়া ক্যাপসন এ লিখেছেন ”৩০ সেপ্টেম্বর বড় পর্দায় আসছে স্বর্ণযুগ।’’ বচ্চন পরিবার রিল লাইফ হোক অথবা রিয়েল লাইফ সবসময়ই লাইমলাইটে থাকে। সেই বচ্চন পরিবারের সদস্য ঐশ্বরিয়া প্রথম থেকেই তাঁর প্রেম বিবাহ দাম্পত্য জীবনের আলোচনার শীর্ষে থেকেছেন।
ঐশ্বর্যর মায়াবী চোখ এবং অমলিন হাসি ফ্যানদের মোহিত করে তুলে। ফ্যানরা বহুদিন পর তার রূপের ছন্দে হারিয়ে যাবেন পুণ্যিয়ানি সেলভান ছবির মাধ্যমে। ঐশ্বরিয়া যখনই সোশ্যাল মিডিয়াতে ছবির ফার্স্ট লুক শেয়ার করেন তখনই দ্রুত ভাইরাল হয়ে যায়। এই ছবিটি থাইল্যান্ড হায়দ্রাবাদ মধ্যপ্রদেশের একাধিক জায়গাতে শুটিং হয়েছে।
ছবিটি তৈরি হবে দুটি পার্ট এ। ছবিটিতে ঐশ্বরিয়া রাই বচ্চন এর পাশাপাশি বিক্রম, কার্তি, জয়াম রবি, তৃষা কৃষ্ণন, মোহন বাবু দের কেউ অভিনয় করতে দেখা যাবে। চলতি বছরের এই ছবিটির প্রথম পার্ট মুক্তি পেতে চলেছে। তামিল লেখক কল্কি কৃষ্ণমূর্তির ঐতিহাসিক উপন্যাস ‘পুণ্যিয়ানি সেলভান’ এর অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি।
অর্থাৎ এটি একটি ঐতিহাসিক ঘটনা অবলম্বনে তৈরি। তাছাড়াও গুরু, রাবণ এর মতো ছবিতে অভিনয় করছেন ঐশ্বর্য রাই বচ্চন যা মণি রত্নমের পরিচালনায় তৈরি। এই ছবিটি বিগ বাজেটে তৈরি হতে চলেছে। এছাড়াও সঙ্গীত পরিচালনায় রয়েছেন এ আর রহমান (AR Rahman)। এবং রবি বর্মন থাকছেন সিনেমাটোগ্রাফিতে। দর্শক তথা ফ্যানরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই ছবিতে ঐশ্বরিয়া কে দেখার জন্য।