Skip to content

JIO, AIRTEL, VI কে টক্কর দিতে BSNL এর দুর্দান্ত প্ল্যান, এক রিচার্জেই প্রত্যেকদিন 5GB ডাটা সহ আনলিমিটেড কলিং

বর্তমান সময়ে টেলিকম সেক্টরের বিভিন্ন বেসরকারি সংস্থা যেমন Reliance Jio, Airtel, Vodafone Idea বিভিন্ন অফারের জন্য নিজেদের মধ্যে প্রতিনিয়ত প্রতিযোগিতা করে চলেছে। এই প্রতিযোগিতার বাজারে ভারতের টেলিকম সেক্টরের সরকারি সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য প্রতিনিয়ত লড়াই করে চলেছে। তবে এবার BSNL, বেসরকারি সংস্থা গুলির মতোই দারুন দারুন প্ল্যান অফার করছে গ্রাহকদের। ভারতীয় সরকারি টেলিকম সংস্থা BSNL এর এমন কিছু প্ল্যানও রয়েছে যা সমস্ত বেসরকারি সংস্থাগুলির প্ল্যানগুলিকে হার মানায়।

Bsnl vs airtel vs vi vs jio

এমনকি, BSNL এর এই প্ল্যানগুলি রিলায়েন্স জিও, VI এবং এয়ারটেলের মতো বেসরকারি টেলিকম সংস্থাগুলিকেও প্রতিযোগিতা দেয়। BSNL এর 599 টাকা রিচার্জে প্রতিদিন 5 GB ডেটা পাওয়া যায়। সেক্ষেত্রে তবে Airtel এবং Jio-র কথা বললে এই সংস্থাগুলি 599 টাকা রিচার্জে প্রতিদিন 2 GB করে ডেটা প্রদান করে থাকে ও VI 1.5 GB ডেটা প্রদান করে। আসুন একনজরে দেখে নেওয়া যাক, 599 টাকা রিচার্জে BSNL, Reliance Jio, VI এবং Airtel এর মধ্যে কোন কোম্পানির প্ল্যান লাভজনক।

BSNL এর 599 টাকার প্ল্যান

BSNL এই 599 টাকার প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন 5 GB করে ডেটা প্রদান করে থাকে। এছাড়াও এই প্ল্যানে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ফ্রি কলিং এর সুবিধা দেওয়া হয়। এরই সাথে প্রতিদিন 100 টি করে SMS দেওয়া হয়। এর পাশাপাশি কোম্পানি Zing App এর ফ্রী সাবস্ক্রিপশনও দিয়ে থাকে। এই প্ল্যানের বৈধতা 84 দিন।

Reliance Jio- র 599 টাকা রিচার্জ প্ল্যান

জিও কোম্পানি এই 599 টাকা রিচার্জে প্রতিদিন 2 GB করে ডেটা উপলব্ধ করিয়ে থাকে। এর সাথেই প্রতিদিন যে কোনো নেটওয়ার্কে ফ্রি কলিং এবং 100 টি করে SMS প্রদান করে। এর পাশাপাশি My Jio অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশনও দেওয়া হয়। এই প্লেনের বৈধতা 84 দিন।

BSNL

Airtel এর 599 টাকার প্ল্যান

এয়ারটেলের এই প্ল্যানে প্রতিদিন 2 GB করে ডেটা দেওয়া হয়। পাশাপাশি যে কোনো নেটওয়ার্কে ফ্রি কলিং এর সুবিধা এবং প্রতিদিন 100 টি করে SMS ও দেওয়া হয়। এগুলো ছাড়াও, বিনামূল্যে Disney+ Hotstar এবং Prime Video mobile এডিশনের সাবস্ক্রিপশনও দেওয়া হয়। তবে এই প্ল্যানের বৈধতা 56 দিন।

VI এর 599 টাকার প্ল্যান

VI এই প্ল্যানে প্রতিদিন 1.5 GB করে ডেটা দেওয়া হয়। পাশাপাশি যে কোনো নেটওয়ার্কে ফ্রি কলিং এর সুবিধা এবং প্রতিদিন 100 টি করে SMS ও দেওয়া হয়। এগুলো ছাড়াও প্রত্যেকদিন রাত 12 টা থেকে সকাল 6 টা (12-6) পর্যন্ত আনলিমিটেড ডাটা এবং সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ব্যবহার না করা ডাটা গুলি শনিবার ও রবিবার ব্যবহার করতে পারবেন। এছাড়াও VI অ্যাপের সাবস্ক্রিপশন পাবেন। এই প্ল্যানের বৈধতা 84 দিন।

এই চারটি প্ল্যানের মধ্যে তুলনা করা গেলে স্পষ্টভাবেই দেখা যাচ্ছে যে, BSNL এর এই প্ল্যানটি Jio, VI এবং Airtel এর তুলনায় গ্রাহকদের বেশি সুবিধা প্রদান করছে। তবে এক্ষেত্রে জানিয়ে রাখি, BSNL এর কাছে বর্তমানে এখনো প্যান-ইন্ডিয়া 4G কভারেজ নেই।

Share