বর্তমান টেলি বাজারে টেলি সংস্থাগুলি প্রতিযোগিতায় টিকে থাকার জন্য আনছে একেক সময় একেক ধরনের রিচার্জ অফার। আর এই অফারগুলি গ্রাহকদের বেশ সুবিধা প্রদান করে থাকে। এখনকার প্রত্যেকটি মানুষেরই দরকার লাভজনক মোবাইল রিচার্জের অফার। কারণ মোবাইলের সাথে সবারই দরকার অফুরন্ত ইন্টারনেট কানেকশন। এমন লাভজনক রিচার্জ অফার নিয়ে এসেছে এয়ারটেল (Airtel)।
থাকবে প্রচুর ডেটার সুবিধা। এয়ারটেল তার গ্রাহকদের দিতে চলেছে ৫০০ এমবি ডেটার সুবিধা। আর এই ডেটাটি দেয়া হবে অতিরিক্ত ডেটা হিসাবে। এয়ারটেল এটি প্রদান করছে প্রচারমূলক অফার হিসাবে। তবে শুধুমাত্র কোম্পানির প্রিপেইড গ্রাহকরাই এই সুবিধা পাবেন। ২৪৯ টাকা রিচার্জ করলে গ্রাহকরা এই অতিরিক্ত ডেটার সুবিধা পাবেন। এই রিচার্জ করার পরে অতিরিক্ত ৫০০ এমবি ডেটার জন্য গ্রাহককে অতিরিক্ত কোন খরচ করতে হবে না।
২৪৯ টাকার প্রিপেড প্ল্যানে যে সমস্ত সুবিধা গুলি এয়ারটেল (Airtel) গ্রাহক কে প্রদান করছে:-
টাকা:- ২৪৯ টাকা।
বৈধতা:- ২৮ দিন।
দৈনিক ইন্টারনেট:- ১.৫ জিবি।
দৈনিক এসএমএস:- ১০০ টি
কল ফেসিলিটি:- আনলিমিটেড কল যে কোন নেটওয়ার্কে। এমনকি ন্যাশনাল ভয়েস কলিং এর সুবিধাও পাওয়া যাবে। কিন্তু এই অফারের ফলে গ্রাহকরা ২৪৯ টাকার প্লেনে প্রত্যহ ১.৫ জিবি বদলে ব্যবহার করতে পারবেন ২ জিবি ডাটা এইজন্য দিতে হবে না কোন খরচ।
এছাড়াও ২৪৯ টাকা প্ল্যানের সঙ্গে মিলছে প্রাইম ভিডিও মোবাইল এডিশন ট্রায়াল। এই অফারে এক মাস বিনামূল্যে আমাজন প্রাইম ভিডিও মোবাইল থেকে সম্পূর্ণ বিনামূল্যে দেখা যাবে। এছাড়াও ২৪৯ টাকা রিচার্জে এয়ারটেল প্রিপেড গ্রাহকরা পাবেন ১ বছর বিনামূল্যে শ অ্যাকাডেমি সাবস্ক্রিপশন ও হ্যালো-টিউন ব্যবহারের সুবিধা। এছাড়াও ফ্যাস্টট্যাগ রিচার্জে মিলবে ১০০ টাকা ক্যাশব্যাক।

জিও (Jio) টেলিসংস্থাটি প্রায় একই দামে এই ধরনের সুবিধা দিচ্ছে।
টাকা:- ২৪৯ টাকা।
বৈধতা:- ২৮ দিন।
দৈনিক ইন্টারনেট:- ২ জিবি।
দৈনিক এসএমএস:- ১০০ টি
কল ফেসিলিটি:- আনলিমিটেড কল যে কোন নেটওয়ার্কে। এছাড়া গ্রাহকেরা পাবেন জিও অ্যাপ ব্যবহারের সুবিধা। এই সব সুবিধা ব্যবহারের জন্য অতিরিক্ত খরচ করতে হবে না গ্রাহককে।

ভি (Vi) টেলিসংস্থাটি প্রায় একই দামে এই ধরনের সুবিধা দিচ্ছে।
টাকা:- ২৪৯ টাকা।
বৈধতা:- ২৮ দিন।
দৈনিক ইন্টারনেট:- ১.৫ জিবি।
দৈনিক এসএমএস:- ১০০ টি
কল ফেসিলিটি:- আনলিমিটেড কল যে কোন নেটওয়ার্কে। ভি-এর গ্রাহকেরা রাত ১২ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত আনলিমিটেড ভাবে ডেটা ব্যবহার করতে পারবেন। একই সঙ্গে থাকছে উইকেন্ড ডেটা রোল ওভার অর্থাৎ এক সপ্তাহে গ্রাহকেরা সম্পূর্ণ ডেটা একই সময়ে খরচ করতে পারবেন।