Skip to content

RRR এর পর বক্সঅফিস কাঁপাতে আসছে দক্ষিণের এই ৭টি সিনেমা

কয়েক দশক আগে পর্যন্ত বলিউডের সামনে সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রির কোনো অস্তিত্ব ছিল না, কিন্তু গত কয়েক বছরে সাউথের ছবি বলিউডকে হাড্ডাহাড্ডি ভাবে টেক্কা দিচ্ছে। সম্প্রতি, এসএস রাজামৌলির (SS Rajamouli) ছবি আরআরআর (RRR) বক্স অফিসে পুরোপুরি ধামাকা সৃষ্টি করেছে, এবং বলিউডের ছবি এই ছবির সামনে পুরোপুরি ফিকে হয়ে যাচ্ছে। কিন্তু মজার বিষয় হল RRR শুধুমাত্র একটি ট্রেলার, আরো কিছুক্ষণ এই 7 টি ছবি শীঘ্রই মুক্তি পেতে চলেছে যা বলিউড ইন্ডাস্ট্রি কাঁপিয়ে দিতে যথেষ্ট।

KGF 2

1) কেজিএফ: চ্যাপ্টার 2 (KGF chapter 2)

KGF-এর সিক্যুয়েল KGF: Chapter 2-এ যশের(Yash) সাথে রাভিনা ট্যান্ডন(Raveena Tandon) এবং সঞ্জয় দত্তের(Sanjay Dutt)মতো বলিউড তারকাদের দেখতে পাবেন। এই ছবিটি 14 এপ্রিল 2022-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। প্রশান্ত নীলের(Prashant Neel) পরিচালনায় নির্মিত এই ছবির বাজেট 100 কোটি টাকা হলেও আশা করা হচ্ছে প্রথম দিনেই 100 কোটির ব্যবসা করতে সক্ষম হবে এই ছবিটি।

Liger

2) লিগার (Liger)

বিজয় দেবেরকোন্ডা(Vijay Deverakonda)ও শীঘ্রই আসছেন বহুল আলোচিত ছবি লিগার নিয়ে। এই ছবিটি 25 আগস্ট 2022-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আমরা আপনাকে জানিয়ে রাখি যে বিজয় দেভারকোন্ডার পাশাপাশি এই ছবিতে বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে(Ananya Pandey)ও রয়েছেন।

Adipurush

3) আদি পুরুষ (Adipurush)

বাহুবলির পর থেকে প্রভাস(Prabhas) নিঃসন্দেহে একটি সুপারহিট ছবি খুঁজছেন। কিন্তু তাদের চাহিদা এখনো কমেনি। সম্প্রতি মুক্তি পাওয়া তার ছবি রাধেশ্যাম আশানুরূপ ব্যবসা করতে পারেনি। কিন্তু এখন এই আদিপুরুষ ছবির মাধ্যমে একটি শক্তিশালী প্রত্যাবর্তন করতে মরিয়া। এই ছবিটি 2023 সালের জানুয়ারিতে মুক্তি পাবে।

Salaar

 4) সালার (Salaar)

প্রভাস এর আদিপুরুষ ছাড়াও ‘সালার’ মুক্তির লাইনে রয়েছে। এই ছবিতে তার সঙ্গে রয়েছেন শ্রুতি হাসান(Shruti Hassan) এবং জগপতি বাবুর মতো দক্ষিণের প্রবীণ অভিনেতারা, আর ছবিটি পরিচালনা করছেন প্রশান্ত নীল(Prashant Neel)। এই ছবিটি 14 এপ্রিল 2022 এ মুক্তি পাবে।

Beast

 5) বিস্ট (Beast)

ভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা বিজয়ের(Vijay) আসন্ন ছবি বিস্টের জন্য। এই ছবিতে বিজয়ের সঙ্গে দেখা যাবে অভিনেত্রী পূজা হেগড়েকে(Pooja Hegde)ও। আমরা আপনাকে বলি যে এই ছবিটি 13 এপ্রিল 2022 এ মুক্তি পাবে।

Acharya

 6) আচার্য (Acharya)

মাল্টিস্টার ফিল্ম ‘আচার্য’-এ দেখা যাবে রামচরণ(Ram Charan), পূজা হেগড়ে(Pooja Hegde), চিরঞ্জীবী(Chiranjeevi), কাজল আগরওয়াল(Kajal Agarwal) এবং সোনু সুদকে(Sonu Sood)। 140 কোটি বাজেটের এই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 29 এপ্রিল 2022।

Vikrant Rona

 7) বিক্রান্ত রোনা (Vikrant Rona)

দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার কিচা সুদীপ (Sudeep) তার আসন্ন ছবি বিক্রান্ত রোনার কারণে শিরোনামে রয়েছেন। বর্ষীয়ান অভিনেতার পাশাপাশি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজকে (Jacqueline Fernandez)ও দেখা যাবে এই ছবিতে। অনুপ ভান্ডারী(Anup Bhandari) পরিচালিত, ছবিটি মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

Share