বারবার ব্যর্থতার সম্মুখীন হয়েও যে ব্যক্তি হার মানে না এবং কঠোর পরিশ্রমের দ্বারা এগিয়ে চলে, সে জীবনে সফল হবেই এটা নিশ্চিত। যেখানে সাধারন মানুষ এক দুবার ব্যর্থ হওয়ার পর ধৈর্য হারিয়ে ফেলে সেখানে আজ আপনাদের ভারতের এমনই এক যুবতী কন্যার গল্প বলব যে ইন্টারভিউতে 50 বার ব্যর্থ হওয়ার পরেও হার মানেনি। বরং আগের থেকে আরও কঠোর পরিশ্রম করে সফলতা ছিনিয়ে নিয়েছে।
আমরা যে মেয়েটির কথা বলছি তার নাম সম্প্রতি যাদব। সে বর্তমানে বহু মানুষের অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। সে ইন্টারভিউতে ব্যর্থ হয়েছে কিন্তু হার মানেনি। এবং কঠোর পরিশ্রমের জোরেই আজ তার কাছে 4 টি কোম্পানির অফার রয়েছে এবং শুধু এই নয়, গুগল (Google) সম্প্রীতিকে 1.10 কোটি টাকার বার্ষিক প্যাকেজ এর অফারও দিয়েছে। সম্প্রীতির এই সফলতা তে তার পরিবারে খুশির জোয়ার এসেছে।
সম্প্রীতি যাদব 14 ই ফেব্রুয়ারি থেকে গুগলে (Google) কাজ করা শুরু করে দিয়েছে। গুগোল এর সাথে যুক্ত হওয়া কোন চারটিখানি ব্যাপার নয়। এর জন্য সম্প্রীতিকে 9 টি কঠিন পরীক্ষা পার হতে হয়েছে। তার সাথে 9 টি ইন্টারভিউয়ের ও মুখোমুখি হয়েছেন তিনি।
বর্তমানে যারা বিভিন্ন চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের উদ্দেশ্যে সম্প্রীতির বক্তব্য, সফলতা পাওয়ার জন্য প্রথমে লক্ষ্য নির্ধারণ করতে হয় তারপর সেই লক্ষ্যকে সামনে রেখে প্রস্তুতি নিতে হয়। এরপর বারবার চেষ্টা করলেই সফলতা নিশ্চিত আছে। কারণ সে নিজেই এর একটি বড় উদাহরণ। সত্যি, সম্প্রীতির জীবনের এই কাহিনী যুব সম্প্রদায়কে অনেক অনুপ্রাণিত করছেও ভবিষ্যতেও করবে।