Skip to content

বলিউডের এই ৫ জন তারকা, যারা কোটি কোটি টাকার মালিক হওয়া সত্বেও নেই নিজস্ব বাড়ি! থাকতে হয় ভাড়া বাড়িতে

  • by
salman khan (1)

বলিউড তারকারা (Bollywood Celebrities) এক একটি সিনেমার জন্য কোটি কোটি টাকা পারিশ্রমিক নেন (Earned billions of rupees)। শুধু সিনেমা থেকেই নয়, প্রত্যেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর (Brand Ambassador) হিসাবেও কয়েক কোটি টাকার উর্দ্ধে উপার্জন করেন। তাদের বিলাসবহুল জীবনযাপন সকলকে অবাক করে। এমনকি তারা যে বাড়িতে থাকে তার মূল্য আপনাকে অবাক করে তুলবে। তবে আজ এই প্রতিবেদনে আপনাকে এমন একটি কথা বলব যা একেবারে অবিশ্বাস্য বলে মনে হবে। বেশিরভাগেরই তারকাদেরই মুম্বাইয়ে নিজস্ব কোন বাড়ি নেই। সেই পরিবর্তে তারা একটি বিশাল মাসিক ভাড়া প্রদান করে। বলিউডের এমন ৫ জন অভিনেতা অভিনেত্রীকে দেখে নিন যারা কোটি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও ভাড়া বাড়িতে থাকেন।

১) রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন (Ranveer Shing And Deepika Padukone)

Ranveer Singh

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) এবং রাণবীর সিং (Ranveer Shing) বিবাহের পর মুম্বাইয়ের একটি বিলাসবহুল বাড়িতে ভাড়া দিয়ে বসবাস করেন। ওই প্রভাদেবী টাওয়ার ফ্ল্যাটের মাসিক ভাড়া ৭.২৫ লাখ টাকা। এই দম্পতির মুম্বাইয়ে কোনও নিজস্ব বাড়ি নেই।

২) ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ (Vicky Kaushal And Katrina Kaif)

Vicky Kaushal And Katrina Kaif

গত বছরই ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) ও ভিকি কৌশল (Vicky Kaushal) বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। বিয়ের পূর্বেই জুহুতে তারা একটি বিলাসবহুল ফ্ল্যাটে ভাড়া থাকতেন। এই ফ্ল্যাটের ভাড়া প্রতি মাসে ৮ লক্ষ টাকা।

৩) হৃত্বিক রোশন (Hritick Roshan)

Hritick Roshan

বলিউডের এই  হ্যান্ডসাম অভিনেতা বহু বছর ধরে বলিউডের রাজত্ব করা সত্ত্বেও মুম্বাইতে একটি বিলাসবহুল বাড়িতে ভাড়া থাকেন তিনি। প্রতিমাসে প্রায় ৮.২৫ লক্ষ্যেরও বেশি টাকা তাকে ভাড়া দিতে হয়।

৪) সালমান খান (Salman Khan)

Salman Khan

মুম্বাইতে ভাইজানের জনপ্রিয়তা নিয়ে কোনও প্রশ্নই উঠতে পারে না। মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে স্বপরিবারের থাকেন তিনি। সম্প্রতি তিনি একটি অত্যন্ত বিলাসবহুল বাড়ি ভাড়া নিয়েছেন। প্রতি মাসে এই বাড়ার ভাড়া ৮.২৫ লক্ষ টাকা।

৫) জ্যাকলিন ফার্নান্দেজ (Jacqueline Farnandej)

Jacqueline Farnandej

দীর্ঘদিন ধরে বলিউডে রয়েছেন এই সুন্দরী অভিনেত্রী। কোটি কোটি টাকা রোজগার করা সত্ত্বেও মুম্বাই তান নিজস্ব বাড়ি নেই। বর্তমানে তিনি প্রিয়াঙ্কা চোপড়ার পুরোনো বিলাসবহুল বাড়ি জুহুতে থাকেন। প্রতি মাসে এই বাড়ির ভাড়া ৬.৭৮ লক্ষ টাকা।

Share