Skip to content

দীর্ঘ বিরতির পর এই বছর মুক্তি পাচ্ছে যেসব সুপারস্টারের সিনেমা, তালিকায় রয়েছে

  • by

সিনেমা প্রেমী মানুষদের জন্য বড় খুশির খবর। শাহরুখ খান, আমির খান, রণবীর কাপুর, হৃতিক রোশন ও প্রভাস এর বিগ বাজেটের সিনেমা মুক্তি পেতে চলেছে। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় সুপার স্টার দের সিনেমা দেখতে পাবে ভক্তগণ। আসুন সেই সব সুপারস্টার অভিনেতাদের কি কি সিনেমা মুক্তি পেতে চলেছে জেনে নেওয়া যাক।

Hrithik Roshan, Saif Ali Khan

• হৃত্বিক রোশন (Hrithik Roshan)।

বলিউডের একজন বিখ্যাত অভিনেতা হৃতিক রোশন। অভিনয় ও অসাধারন নাচের দ্বারা দর্শকদের মন জয় করে নেন এই অভিনেতা। 2019 সালে ‘Super 30’ ও ‘War’ সিনেমা মুক্তির পর আর বড় পর্দায় দেখা যায়নি এই অভিনেতাকে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর তামিল অ্যাকশন থ্রিলার ‘বিক্রম ভেধা(Vikram Vedha)’র হিন্দি রিমেক দিয়ে ভক্তদের সামনে হাজির হতে চলেছেন হৃত্বিক রোশন। সিনেমাতে থাকছেন সাইফ আলী খান ও। চলতি বছর অর্থাৎ 2022 সালের 30 সেপ্টেম্বর এই সিনেমা মুক্তি পাওয়া খবর রয়েছে।

Shahrukh Khan

• শাহরুখ খান (Shah Rukh Khan)।

শুধু ভারতবর্ষে নয়, বিশ্ব বিখ্যাত অভিনেতা হলেন বলিউডের কিং খান তথা শাহরুখ খান। বড় পর্দায় শাহরুখ খানের শেষ মুক্তি পাওয়া ছবি হল 2018 সালে ‘Zero’ সিনেমা। তারপর কিং খানের ভক্তরা দীর্ঘদিন প্রতীক্ষা করে আছে। অবশেষে সেই প্রতীক্ষা শেষ হতে চলেছে। চলতি বছরে শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা মুক্তি পেতে চলেছে। তাছাড়াও সালমান খানের ‘টাইগার 3’ সিনেমাতে ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শাহরুখ খান কে।

Aamir Khan

• আমির খান (Aamir Khan)।

অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করে নেন আমির খান। নব্বই দশক থেকে শুরু করে একের পর এক অসাধারণ সিনেমা এর মধ্য দিয়ে দর্শকদের মন জয় করেছেন। তবে 2018 সালে এই অভিনেতার শেষ সিনেমা ‘থাগস অফ হিন্দুস্তান’ মুক্তি পেয়েছে। তারপর দীর্ঘ সময় কেটে গেছে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আমির খানের ‘লাল সিং চাড্ডা’ সিনেমা মুক্তি পেতে চলেছে বড় পর্দায়। 14 এপ্রিল এই সিনেমার মুক্তির কথা আছে। করিনা কাপুর রয়েছেন অভিনেত্রী হিসেবে। টম হ্যাঙ্কস-অভিনীত ফরেস্ট গাম্পের অফিসিয়াল রিমেক এ তৈরি করা হচ্ছে সিনেমা টি।

Prabhas

• প্রভাস (Prabhas)।

বাহুবলী সিনেমার মাধ্যমে চরম সাফল্যের শিখরে উঠে যান এই তামিল অভিনেতা। তবে 2019 সালে ‘সাহো’ সিনেমা মুক্তি পেয়েছে। অবশেষে ‘রাধে শ্যাম’ ছবি তে বড় পর্দায় দেখা যাবে প্রভাস কে। পূজা হেগড়ে কেও এই ছবিতে দেখা যাবে।

Ranbir Kapoor

• রণবীর কাপুর (Ranbir Kapoor)।

2018 সালে সঞ্জয় দত্তের বায়োপিক এর উপর তৈরি ‘সঞ্জু’ সিনেমার পর আর এই অভিনেতাকে বড় পর্দায় দেখতে পাওয়া যায়নি। হ্যাঁ আমরা রণবীর কাপুরের কথা বলছি। তবে পুনরায় ফিরে আসছেন হিট সিনেমার মধ্য দিয়ে। ‘শামশেরা’ এবং ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার মধ্য দিয়ে কামব্যাক করতে চলেছেন বলিউডের চকলেট বয় রনবীর কাপুর। চলতি বছরের 18 মার্চ ‘শামশেরা’ এবং 9 সেপ্টেম্বর ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পেতে চলেছে।

Share