Skip to content

Jio, Airtel কে টেক্কা দিতে এবার মাঠে নামলেন আদানি, টানা 2 বছর 5G ফ্রি দেবে আদানির সংস্থা

img 20220712 160806

দৈনন্দিন যে চড়া হারে জিনিসপত্রের নাম বৃদ্ধি পাচ্ছে তার সাথে মোবাইল ফোনের রিচার্জ এর দামও বেড়েছে অনেকটাই। এরপরে সাধারণ মানুষ যথেষ্ট সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রতিমাসেই। কারণ বর্তমানে মানুষের জীবনে মোবাইল সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিভাইস যা ছাড়া মানুষ এক মুহূর্ত চলতে পারে না। যার মাধ্যমে প্রত্যেকটি জরুরী কাজ সম্পন্ন করা যেতে পারে। তাই অতিরিক্ত পরিমাণে রিচার্জের দাম বাড়লে সাধারণ মানুষের পক্ষে প্রতি মাসে সেই রিচার্জ করা খুবই দুষ্কর হয়ে পড়ছে।

তবে কি এবারের সস্তায় অফার পেতে পারেন গ্রাহকরা? এই প্রশ্নটি সকলের মুখেই এখন শোনা যাচ্ছে কারণ জানা গেছে যে, গৌতম আদানি (Gautam Adani) প্রবেশ করতে চলেছেন টেলিকম ব্যবসায়।

Gautam Adani

সূত্রানুযায়ী, এবার বর্তমানের আম্বানির রিলায়েন্স ও সুনীল ভারতী মিত্তলের এয়ারটেলের (5G Network India) সাথে প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন আদানির সংস্থা। শোনা যাচ্ছে যে আদানির (Gautam Adani) সংস্থা টেলিকম ব্যবসায় প্রবেশ করলে Airtel, Jio এবং Vodafone Idea – কে রীতিমতো টক্কর দিতে পারে। ফলে এই প্রতিযোগিতা বাড়ার সম্ভাবনা ভীষণই। গত ২৬ শে জুন সরকার 5G এয়ার ওয়েভের নিলাম করে।

Gautam Adani

এই নিলামেতে একটি সংস্থা উপস্থিত ছিল। আর তার মধ্যে চতুর্থ সংস্থাটি ছিল আদানির সংস্থা। আদানি সংস্থা প্রবেশ করতে চলেছে 5G নিয়ে টেলিকম ক্ষেত্রে। বেশ ভালোভাবে প্রস্তুতি নিয়ে প্রবেশ করতে চলেছে। জানা গেছে যে, জিও যেমন আনলিমিটেড ফ্রি দিয়ে গ্রান্ড ওপেনিং করেছিলো ভারতে, ঠিক তেমনি টেলিকম সংস্থা ও 5G পরিষেবা ফ্রি দিয়েই শুরু করবে আদানী। ইতিমধ্যেই নেওয়া হয়ে গিয়েছে ন্যাশনাল লং ডিস্ট‍্যান্স NLD এবং ইন্টারন্যাশনাল লং ডিস্ট‍্যান্স INLD এর লাইসেন্স। এবার দেখা যাক কোন সময় থেকে আদানি এই টেলিকম ব্যবসায় প্রবেশ করেন।

ইলিয়ন মাস্ক তো পারলোনা ভারতে ব্যাবসা জমাতে, তবে কি এবার আদানী পারবেন? আর তাতে জিও এর একচাটিয়া বাজার কি কমে যাবে ? কম হওয়া সম্ভব হবে রিচার্জের দাম ?

Share