এখন খুব সহজেই বাড়িতে বসে অনলাইনে প্যান কার্ডের সাথে আধার (Aadhar Pan) কার্ড লিঙ্ক করতে পারবেন। আপনি যদি 31 শে মার্চের আগে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না করেন তাহলে আপনার প্যান কার্ড টি নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। তবে অনেকেরই আধার কার্ডের তথ্যের সাথে প্যান কার্ডের তথ্য মেলে না। অনেকেরই আধার কার্ডের নাম জন্ম তারিখ এর সাথে প্যান কার্ডের তথ্যের সাথে মিল থাকেনা।
Income tax department এর প্যান কার্ডের তথ্য এবং UIDAI এর তথ্যের মিল না থাকলে লিংকিং এর আবেদন প্রত্যাখ্যান করা হয়।
•এই সমস্যার সমাধান কিভাবে করবেন আসুন জেনে নেওয়া যাক (Aadhar Pan)।
যদি আপনার আধার কার্ডের সাথে প্যান কার্ড লিনকিং এর প্রক্রিয়াটি তথ্য অমিল এর জন্য বাতিল করা হয় তাহলে আপনার কাছের দ্বিতীয় বিকল্প হিসেবে বায়োমেট্রিক এর বিকল্প রয়েছে। এটি করার জন্য আপনাকে NSDL ওয়েবসাইটে aadhar seeding অনুরোধ ডাউনলোড করতে হবে। তারপরের ধাপটি হলো যে আপনাকে নিকটবর্তী প্যান্ট সেন্টারে গিয়ে অফলাইনে বায়োমেট্রিক আধার প্রক্রিয়াকরণ ধাপ টি সম্পূর্ণ করতে হবে।
আপনি যদি আপনার নিকটস্থ প্যান সেন্টার এর বিশদ তথ্য জানতে চান তাহলে NSDL অথবা UTITSL এর অফিশিয়াল ওয়েবসাইট এর সাহায্য নিতে পারেন।এই দুটি অফিশিয়াল ওয়েবসাইট ই প্যান সেন্টার এর বিশদ তথ্য জানার একমাত্র বিকল্প।
আবেদনটি করার জন্য এক পৃষ্ঠার একটি ফ্রম আপনাকে ফিলাপ করতে হবে। আপনাকে প্যান নম্বর আধার নম্বর দুটি নথিতে দেওয়া নাম পূরণ করতে। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আপনি অনলাইনে আধার প্যান লিংক প্রসেসটি সম্পূর্ণ করতে পারবেন।
•এখন প্রশ্ন আপনি যদি প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না করেন তাহলে কি হবে?
31 march 2021, প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার শেষ সময় সীমা। এই সময়সীমার মধ্যে যদি আপনি আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না করেন তাহলে 21 april 2021, এ আপনার প্যান নাম্বারটি কে নিষ্ক্রিয় করে দেওয়া হবে। অর্থাৎ আপনার প্যান কার্ডটি আর কোনরূপ ব্যবহারের থাকবে না। আপনার প্যান নাম্বারটি কে পুনরায় সক্রিয় করতে আপনাকে জরিমানা দিতে হতে পারে।

Aadhar Pan card
বর্তমানে ইনকাম ট্যাক্স রিটার্ন করতে গেলে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক। অর্থাৎ উক্ত সময়সীমার মধ্যে আপনাকে আপনার প্যান কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক করে নেওয়া অত্যন্ত জরুরী।