বর্তমানে ভারতে আধার কার্ড একটি অতি গুরুত্বপূর্ণ নথি হিসেবে পরিগণিত হয়েছে। ভারতের প্রায় সকল সরকারি কাজে এখন আধার বাধ্যতামূলক। স্কুল,কলেজ, ব্যাংক, পোস্ট অফিস এই সমস্ত ক্ষেত্রে বাধ্যতামূলক হয়েছে।
মোবাইল নাম্বার নিতে আধার লাগে, রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করতে হয়। সাধারণত বিভিন্ন জালিয়াতি রুকতে সরকারের তরফ থেকে এই ব্যবস্থা করে আনা হয়েছে।
সম্প্রতি Ministry of Road Transport and Highway এর তরফ থেকে ড্রাইভিং লাইসেন্স (driving licence) এর সাথে আধার কার্ড লিঙ্ক করার (Aadhar card link with driving licence) বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ড্রাইভিং লাইসেন্স সাথে আধার কার্ড লিঙ্ক করলে চালকদের কন্টাক্ট লেস পরিষেবা দেয়া যাবে অন্যদিকে দুর্ঘটনায় পলাতক চালকদের নথি জালিয়াতি রোধ এর লক্ষ্যে বিশেষ সুবিধা পাওয়া যাবে এবং পুলিশ সহজে অভিযুক্তের তথ্য সংগ্রহ করতে পারবে।
•আসুন এখন দেখে নেওয়া যাক কিভাবে 12 অংকের আধার নম্বর কিভাবে ড্রাইভিং লাইসেন্স সংযুক্ত করবেন।
নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করলেই ড্রাইভিং লাইসেন্স সাথে আধার নম্বর লিঙ্ক হয়ে যাবে
(Aadhar card link with driving licence)
1. প্রথমে State Road Transport Department এর অফিশিয়াল ওয়েবসাইট এ লগইন করুন।
2. তারপর Link Aadhaar অপশন সিলেক্ট করুন।
3. ড্রপডাউন করে Driving Licence সিলেক্ট করুন।
4. তারপর আপনার ড্রাইভিং লাইসেন্স এর নম্বর দিন এবং get details ক্লিক করুন।
5. তারপর আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স এর তথ্য গুলি মিল করে দেখে নিন।
6. তারপর 12 অংকের আধার নম্বর দিন।
7. আপনার আঁধারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে মোবাইল নম্বর ইনপুট করুন।
8. তারপর Submit অপশনে ক্লিক করুন।
9. তারপর রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে।
10. ওটিপি ইনপুট করে দিলেই আপনার ড্রাইভিং লাইসেন্স ও আধার কার্ড সংযুক্ত হয়ে যাবে।
• সাবমিট অপশন ক্লিক করার পূর্বে আপনার দ্বারা ইনপুট করা সমস্ত তথ্য ভালো করে যাচাই করে নিন। কারণ একবার সাবমিট বাটনে ক্লিক করে দিলে আপনার দ্বারা পূরণ করা তথ্য এডিট করা যাবে না।
যদি ভুল করে থাকেন তাহলে আপনার নিকটবর্তী Regional Transport Office,(RTO) এ যোগাযোগ করুন।
তাই আর দেরি না করে শীঘ্রই ড্রাইভিং লাইসেন্স এর সাথে আধার নম্বর সংযুক্ত করে নিন। না করলে ড্রাইভিং লাইসেন্স নিষ্ক্রিয় হয়ে যাবে। প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যে জারি করা ড্রাইভিং লাইসেন্স দেশের যে কোন রাজ্যে প্রযোজ্য। এর জন্য আলাদা করে ড্রাইভিং লাইসেন্স এর দরকার পড়ে না।
তাই Ministry of Road Transport and Highway এর বিধি নিয়ম মেনে সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন করুন।