Skip to content

প্রকাশিত হলো বিশ্বের শক্তিশালী দেশের তালিকা। ভারতের স্থান দেখে ভয় পাবে পাকিস্তান

img 20230202 221630

GEP অর্থ্যাৎ Global Fire Power Index বিশ্বে কোন দেশ কতটা শক্তিশালী তা নিয়ে প্রতিবছর একটি তালিকা প্রস্তুত করে। তাই এ বছরও সম্প্রতি সামনে এসেছে এর নয়া সংস্করণ। নতুন তালিকায় অতিরিক্ত বদল হওয়ায় তা দেখে বিস্মিত হয়েছেন অনেকেই। তবে এই তালিকায় ভারত কত নম্বর স্থানে রয়েছে জানেন? এছাড়াও বাকি দেশগুলোর স্থান কত নম্বরে জানেন? জানেন কি বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ কোনটি? এই প্রতিবেদনে জেনে নিন সমস্ত তথ্য।

Air force

Global Fire Power Index তালিকা প্রস্তুত করা হয়েছে মিলিটারি পাওয়ার অর্থাৎ সামরিক ক্ষমতা নিয়ে। বেশ কয়েকটি বছর ধরে শীর্ষ ৪ দেশের কোনো স্থান পরিবর্তন হয়নি।  আজও বিশ্বের সবচেয়ে শক্তিশালী স্থান হল মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে। এরপর দ্বিতীয়, তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া ও চীন এবং ভারত রয়েছে চতুর্থ স্থানে। এরপর থেকেই বেশ বদল হয়েছে এই তালিকাটির মধ্যে।

img 20230206 121258

সংগত চলতি বছরে রাশি এবং ইউক্রেনের যুদ্ধ দেখে অনেক বিশেষজ্ঞই মনে করেন, রাশিয়া হয়তো এবারে অনেকটা পিছিয়ে পড়ে চীন এবং ভারতের সম্মুখীন হয়ে পড়বে। কারণ ইউক্রেনের সাথে রাশিয়ার ভয়াবহ যুদ্ধে রাশিয়ার অবস্থা বেশ শোচনীয়। অপরদিকে এই শক্তিশালী দেশের তালিকায় ইউক্রেনের অবস্থান পূর্বে ছিল ২২ নম্বর স্থানে তবে বর্তমানে তা উঠে এসছে ১৫ নম্বর স্থানে।

এই তালিকায় ব্রিটেনের স্থান সবচেয়ে উল্লেখযোগ্য কারণ, ২০২২ সালে থাকা অষ্টম নম্বর স্থান থেকে বর্তমানে তারা উঠে এসছে পঞ্চমে। যুদ্ধের ক্ষেত্রে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থায় তাদের দেশে যে আমূল পরিবর্তন দেখা গেছে সত্যিই প্রশংসনীয় এবং এই কারণেই রাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাদের। এই তালিকায় ব্রিটেনের পর ষষ্ঠ স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। আগের বছরও এই দেশ একই সালে ছিল।

তবে এত কিছুর মাঝে পাকিস্তানের স্থান কোথায়?

img 20230206 121118

আপনারা হয়তো জানলে অবাক হবেন যে পাকিস্তানের স্থান গত বছরে ৯ নম্বরে ছিল, সেই দেশই একলাফে ৭ নম্বর স্থানে পৌঁছেছে। এরপর অষ্টম (৮) স্থানে রয়েছে জাপান, নবম (৯) স্থানে রয়েছে ফ্রান্স এবং দশম (১০) স্থানে রয়েছে ইতালি। পাকিস্তানের র‍্যাংকিং এত ভালো হওয়ার আসল কারণ হলো, পাকিস্তানি জনসংখ্যার উন্নতির সাথে সাথে দেশের ভিতরে সেনাবাহিনীর ক্ষমতাকে আরো বাড়িয়ে তোলা এবং পাকিস্তানের যে পরিমাণ কাঙালীর অবস্থা হয়েছিল, চলতি বছরের সামরিক হলেও কমেছে।

Share