Skip to content

প্রকাশিত হলো বিশ্বের শক্তিশালী দেশের তালিকা। ভারতের স্থান দেখে ভয় পাবে পাকিস্তান

সামরিক দিক থেকে যে দেশ যত শক্তিশালী হবে সেই দেশকে বিশ্বের অন্যান্য দেশের ততটাই সম্মানের চোখে দেখবে। বিশ্বের প্রতিটি দেশেই নিজেকে সমস্ত ক্ষেত্রে তথা বিশেষ করে সামরিক ক্ষেত্রে শক্তিশালী করতে চায়। কোন দেশকে শক্তিশালী ও সুরক্ষিত প্রতিষ্ঠা করতে হলে তাকে তার প্রতিরক্ষা খাতে সবচেয়ে বেশি খরচ করতে হয়। তবেই সেই দেশ সবচেয়ে শক্তিশালী ও সুরক্ষিত হয়। কোন দেশের শক্তি সে দেশের স্থল সেনা, নৌসেনা, এবং বায়ুসেনার কর্মক্ষমতার উপর নির্ভরশীল। যে দেশের এই তিনটি সেনা যত শক্তিশালী ও মজবুত হবে সেই দেশ তত শক্তিশালী ও সুরক্ষিত। সামরিক ক্ষেত্রে কোন দেশ দুর্বল হলে তার পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে তা আমরা সম্প্রতি চলা ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের থেকেই বুঝতে পারছি।

প্রতিবছর বিশ্বের শক্তিশালী দেশ গুলির একটি তালিকা (List) প্রকাশ করা হয়। এই তালিকার ক্রম অনুযায়ী আমরা জানতে পারি কোন দেশ কতটা শক্তিশালী ও সুরক্ষিত। সম্প্রতি 2022 সালের বিশ্বের শক্তিশালী দেশ গুলির একটি তালিকা প্রকাশ করা হলো। সেই তালিকা পর্যালোচনা করে দেখা যাক কোন দেশ কতটা শক্তিশালী।

United State army

1. মার্কিন যুক্তরাষ্ট্র (United States) (U.S Army)

শক্তিশালী দেশ গুলির তালিকার শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রতিরক্ষা খাতে মার্কিন যুক্তরাষ্ট্র খরচ করে 4,07,40,50,00,00,000 মার্কিন ডলার। এই দেশের Power Index হল 0.0453। যে দেশে এর পাওয়ার ইনডেক্স (Power Index) যত কম হবে সে দেশ তত শক্তিশালী ও সুরক্ষিত। এই দেশে 33,26,39,102 জয়ন বসবাস করেন। এবং এখানে জনশক্তি রয়েছে 14,63,61,205 জন। পরিষেবার (Service) জন্য রয়েছে 12,14,79,800 জন। মার্কিন যুক্তরাষ্ট্রের মোট স্টেট সামরিক কর্মী রয়েছে 22,45,500 জন। যার মধ্যে সক্রিয় সামরিক কর্মী হলো 14,00,000 এবং রিজাভ কর্মী রয়েছেন 4,45,000 জন।

Russian army

2. রাশিয়া(Russia) (Russian Army)

বিশ্বের শক্তিশালী দেশগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া। প্রতিরক্ষা খাতে রাশিয়ান খরচ করে 42,12,90,00,000 মার্কিন ডলার। Power Index হল 0.0501। যেখানে ইউক্রেনের Power Index 0.3266। এর থেকে বোঝা যাচ্ছে রাশিয়ার সামরিক শক্তির কাছে ইউক্রেন কতটা সামান্য। রাশিয়া সর্বশক্তিমান হওয়ার কারণে ইউক্রেনের উপর খুব সহজেই যুদ্ধে জয় লাভ করতে সক্ষম হবে তা বলাই বাহুল্য। রাশিয়ার মোট জনসংখ্যা 14,17,22, 205 জন যার মধ্যে পরিষেবা প্রদানের জন্য রয়েছে 4,65,27,400 জন এবং জনশক্তি হিসেবে রয়েছে 6,94,43,880 জন। রাশিয়াতে মোট সক্রিয় কর্মী রয়েছেন 35,69,000 জন এবং রিজার্ভ সামরিক কর্মী রয়েছেন 20,00,000 জন।

Chinese army

3. চীন (Chaina) (Chineese Army)

বিশ্বের শক্তিশালী দেশগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে আমাদের অর্থাৎ ভারতের প্রতিবেশী দেশ চীন। সুরক্ষার খাতে চীন খরচ করেছে 81,78,20,00,00,000 মার্কিন ডলার। চীনের Power Index হল 0.0511। চীন হলো পৃথিবীর সর্বাধিক জনসংখ্যা বহুল দেশ। চীনের মোট জনসংখ্যা হল 1,39,40,15,977 জন। যার মধ্যে সক্রিয় কর্মী 2,18,5000 জন এবং রিজার্ভ সামরিক কর্মী 5,10,000 জন।

Indian army

4. ভারত (India) (Indian Army)

বিশ্বের শক্তিশালী দেশ গুলির তালিকায় চতুর্থ স্থানে রয়েছে আমাদের দেশ ভারত। আমাদের দেশ প্রতিরক্ষা খাতে খরচ করেছে 73,65,00,00,000 মার্কিন ডলার। ভারতের Power Index হল 0.0979। ভারতের মোট জনসংখ্যা 1,32,60,93,247 জন। যার মধ্যে সক্রিয় সামরিক কর্মী রয়েছেন 1,44,5000 জন এবং রিজার্ভ সামরিক কর্মী রয়েছেন 1,155,000 জন।

Japanese army

5. জাপান (Japan) (Japaneese Army)

এই দেশের প্রতিরক্ষা বাজেট 51,70,00,00,000 মার্কিন ডলার।জাপানের Power Index 0.1195। জাপানের মোট জনসংখ্যা 12,55,07,472 জন। জাপানে মোট 2,50,000 সামরিক, 14,000 আধা সামরিক এবং রিজার্ভ সামরিক কর্মী রয়েছেন 55,000 জন।

South Korean army

6. দক্ষিণ কোরিয়া (South Korea) (South Korean Army)

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বাজেট 48,00,00,00,000 মার্কিন ডলার। এই দেশের Power Index 0.1261। মোট জনসংখ্যা 5,18,35,110 জন। মোট 6,00,000 জন সামরিক, 3,10,000 জন আধাসামরিক ও রিজার্ভ সামরিক কর্মী রয়েছেন 3,10,000 জন।

France army

7. ফ্রান্স (France) (French Army)

ফ্রান্স মোট প্রতিরক্ষা খাতে খরচ করে 74,70,00,00,000 মার্কিন ডলার। ফ্রান্সের Power Index 0.1283। দেশের মোট জনসংখ্যা 6,78,48,156 জন। দেশে 2,70,000 জন সক্রিয় 1,45,000 জন আধা সামরিক এবং রিজার্ভ সামরিক কর্মী রয়েছেন 35,000 জন।

United nation army

8. যুক্তরাষ্ট্র (United Nation) (UN Army)

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতে মোট খরচ 56,04,20,00,000 মার্কিন ডলার। যুক্তরাষ্ট্রের Power Index 0.1382। দেশের সক্রিয় সামরিক কর্মী 1,95,000 ও রিজার্ভ সামরিক কর্মী রয়েছেন 80,000 জন।

Pakistani army

9. পাকিস্তান (Pakistan) (Pakistani Army)

প্রতিরক্ষা খাতে পাকিস্তানের মোট খরচ 12,27,50,00,000 মার্কিন ডলার। পাকিস্তানের Power Index 0.1572। পাকিস্তানের মোট জনসংখ্যা 22,35,00,636 জন। পাকিস্তানে 6,54,000 সক্রিয় এবং রিজার্ভ সামরিক কর্মী রয়েছেন 5,50,000 জন।

Brazilian army

10. ব্রাজিল (Brazil) (Brazilian Army)

ব্রাজিল প্রতিরক্ষার জন্য খরচ করে 29,30,00,00,000 মার্কিন ডলার। ব্রাজিলের Power Index হল 0.1695। মোট জনসংখ্যা 21,17,15,973 জন ও ব্রাজিলে 3,34,500 জন সক্রিয় ও 13,40,000 রিজার্ভ সামরিক কর্মী রয়েছেন।

Share