Skip to content

বাংলার উন্নয়নমুখী প্রকল্পে শামিল হতে চাই TATA! মমতাকে লিখলেন চিঠি

পুনরায় টাটা (TATA) কোম্পানি পশ্চিমবঙ্গে উন্নয়নমুখী প্রকল্পে শামিল হতে আগ্রহী । এইজন্যই টাটা প্রজেক্ট এর তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে চিঠি পাঠানো হয়। রাজনৈতিক মহলে এই নিয়ে কথাবার্তা শুরু হয়ে গেছে। বিধানসভা ভোটের আগে টাটার তরফ থেকে এই চিঠি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলছে বিশ্লেষকেরা।

টাটা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে এই রাজ্যে শিল্পন ও নগর পরিকাঠামো ক্ষেত্রে রাজ্য সরকারের সাথে তাল মিলিয়ে কাজ করতে চায়। এ বক্তব্য পূর্বাঞ্চলীয় কর্তা শান্তনু বন্দোপাধ্যায়ের কাছ থেকে জানা যায়।

TATA

বেশ কিছু বছর আগে সিঙ্গুর থেকে এই টাটা কোম্পানি বিতাড়িত হয়েছিল। এইজন্য টাটা কোম্পানির স্বপ্নের প্রজেক্ট বাংলায় রূপায়িত হতে পারেনি। তখন রতন টাটার যথেষ্টই মুখ্যমন্ত্রীর উপর ক্ষোভ জানান। তীব্র ক্ষোভ প্রকাশ করে টাটা কোম্পানির কর্ণধার বলেন আর কোনদিন এই পশ্চিমবঙ্গে টাটা কম্পানি আসবেনা। কিন্তু বিধানসভা ভোটের আগে এ এক নতুন চমক।

অপরদিকে বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি ঘোষণা করেছেন জি বাংলায় বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে টাটা কে এই সিঙ্গুরের জমিতেই শিল্প করতে দেওয়া হবে।

এখন সময়ের অপেক্ষা , রাজনীতির খেলা কোন দিকে যায়।

Share