Skip to content

জন্মের সময় শিশুদের শরীরে ৩০০ টি হাড় বয়স বাড়ার সাথে সাথে কি করে ২০৬ টি হয়ে যায়, জানেন?

a child has 300 bones at birth and 206 later why did you know

জীবন বিজ্ঞান বা চিকিৎসা শাস্ত্র পড়ার সময় আমরা সকলেই জেনেছি আমাদের শরীরে রয়েছে ২০৬ টি হাড় (Bones)। একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে ২০৬ টি হাড় থাকলেও আপনি হয়তো জানেন না একজন সদ্যজাত শিশু বা ছোট শিশুদের শরীরে থাকে ৩০০ টি হাড় (Bones)। বয়স বাড়ার সাথে সাথে ২০৬ টি হাড় হয়ে যায় ওই শিশুর শরীরে। কিন্তু এবার প্রশ্ন হল দেহ থেকে অবশিষ্ট ৯৪ টি হাড় গেল কোথায়? চলুন জেনে নেওয়া যাক এর পেছনে রহস্য কি।

Human child body bones

যে সমস্ত প্রাণী শরীরে হাড় (Bones) থাকে, বা যে সমস্ত প্রাণীর দেহে মেরুদন্ড থাকে তাদের বলা হয় মেরুদন্ডী প্রাণী। যেমন ধরুন মানুষ, মাছ, যে কোন জীবজন্তু। যাদের শরীরে কোন হাড় থাকে না তাদের বলা হয় অমেরুদন্ডী। যেমন তেলাপোকা, উইপোকা, এফিড, থ্রিপস, পিঁপড়া, মৌমাছি, প্যাসালিডি, আকারি, মাকড়সা। এটা আমরা সকলেই জানি। আমাদের শরীরে রক্ত যেমন একটি তরল সংযোগকারী টিস্যু, ঠিক তেমন হাড় হল একটি শক্তিশালী এবং শক্ত সংযোগকারী টিস্যু। প্রধানত ক্যালসিয়াম এবং ফসফরাস দিয়ে তৈরি হয় হাড় (Bones)। হাড়ের মধ্যে যে প্রোটিন থাকে তাকে বলা হয় ওসাইন, তাই হাড় নিয়ে অধ্যায়ন বিজ্ঞানকে বলা হয় অস্ট্রিওলজি।

আরও পড়ুন: জিৎ, প্রসেনজিৎ নাকি দেব এই ৩ টলিউড সুপারস্টারের মধ্যে কে সবচেয়ে ধনী?

একটি শিশু যখন জন্ম নেয় তখন তার শরীরে থাকে ৩০০ টি হাড়। কঙ্কাল সিস্টেমে তরুনাস্থির উপস্থিতির কারণে শিশুর শরীরে হাড় বেশি থাকে। শিশু পর্যায়ে হাড় গুলি ছোট এবং দুর্বল হয়, পরে সেগুলি একত্রিত হয়ে শক্তিশালী এবং বড় হয়। ঠিক এই কারণে ছোটবেলায় কোন শিশু পড়ে গেলে হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় যা বড় হলে অনেক কমে যায়। যদিও বয়স্কদের হাড় ভেঙে যাওয়া সম্ভাবনা থাকে শুধুমাত্র ক্যালসিয়ামের অভাবে। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোথায় যায় সেই ৯৪ টি হাড়?

আরও পড়ুন: সারা জীবন হাসিয়েছেন অপরকে, জনি লিভারের ব্যক্তিগত জীবন শুনলে চোখে আসবে জল

Share