আজকের দিনে সব শ্রেণীর মানুষের হাতেই একটি করে স্মার্ট ফোন (Smart Phone) থাকা কোনও কঠিন ব্যাপার নয়। অল্প বয়সের কিছু কিশোরী থেকে শুরু করে প্রাপ্তবয়স্করা কিংবা বৃদ্ধ-বৃদ্ধা প্রত্যেকের হাতেই একের অধিক মোবাইল (mobile) দেখা যায়। তবে আপনি কি জানেন, প্রায় ৫০ বছর আগে মার্কিন ইঞ্জিনিয়ার মার্টিন কুপার (Martin Cooper) যে মোবাইল ফোন তৈরি করেছিলেন, সেটার সাথে আজকের দিনের নতুন স্মার্টফোনের অনেক পার্থক্য রয়েছে।
একসময় মার্টিন কুপারের (Martin Cooper) তৈরি মোবাইল ফোনের গুরুত্ব ছিল অপরিসীম। সেই যুগে এমন একটি মোবাইল তৈরি করার জন্য দিনরাত কঠোর পরিশ্রম করতে হয়েছে তাকে। যথেষ্ট গবেষণা এবং পরিশ্রমের ফল স্বর কুপার (Martin Cooper) সারা বিশ্বে বিশেষ ধরনের মোবাইল আবিষ্কার করেছিলেন। এই মোবাইল আবিষ্কারক ইঞ্জিনিয়ারের তৈরি মোবাইলের জন্ম হয়েছিল ১৯৭৩ সালের ৩ রা এপ্রিল। সেই মোবাইলের ভেতরটি জটিল সার্কিটে পরিপূর্ণ ছিল। সেই মোবাইল ছিল খুবই ভারী এবং শক্ত প্রকৃতি। তবে আজকের দিনের ছোট ফোন হোক কিংবা স্মার্টফোন সবই প্যাটার্ন অনুযায়ী খুবই হালকা এবং পাতলা মডেলের হয়। সাথে অনেক ধরনের অপশন পাওয়া যায়, বিভিন্ন রঙের হয়ে থাকে এবং দেখতেও সুন্দর হয়।
এই মার্কিন ইঞ্জিনিয়ার মার্টিন কুপারকে প্রথম মোবাইল আবিষ্কারের জন্য ‘ফাদার অব দ্য সেল ফোন’ও (Father Of Cell Phone) বলা হয়। সম্প্রতি তিনি তার তৈরি মোবাইলের সাথে আজকের দিনে স্মার্ট ফোন কিংবা মোবাইলের পার্থক্য এবং ব্যবহারের বিষয়ে কিছুটা উদ্বেগ প্রকাশ করেছেন করেছেন।
৯৪ বছর বয়সী মোবাইল আবিষ্কার কর্তা মার্টিন কুপার (Mobile inventor Martin Cooper) একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘মোবাইল একটি অত্যন্ত ছোট ডিভাইস হয় আমাদের পকেটে অনায়াসেই জায়গা করে নিতে পারে। আমার মতে অসীম ক্ষমতা সম্পন্ন এই ডিভাইস একদিন বিভিন্ন রোগকেও জয় করে নিতে পারবে। কিন্তু আমি খুব বিরক্ত বোধ করি, উদ্বিগ্ন হয়ে উঠি যখন দেখি রাস্তা পারাপার করার সময় কেউ মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে হাঁটছে। ভাবতেও অবাক লাগে এই অসচেতনতার কারণে কত মানুষের মৃত্যু ঘটে কিন্তু তবুও কারোরই সেভাবে এই বিষয়ে কোনো ভ্রূক্ষেপ নেই’।
শুধু এখানেই শেষ নয়। এছাড়াও তিনি জানিয়েছেন যে, ‘ সম্প্রতি আমি আইফোনের (iPhone) মতো সারা বিশ্ব বিখ্যাত কোম্পানির স্মার্ট ফোন এবং Apple -এর ঘড়ি ব্যবহার করি। কিন্তু দুঃখের বিষয়, এসব দামি ফোনে থাকা লক্ষ লক্ষ অ্যাপের কোনটাই আমি ভালোভাবে ব্যবহার করতে পারি না। তবে আমার নাতি-নাতিরা আমার থেকেও এই বিষয়ে দ্বিগুণ এক্সপার্ট। অথচ একসময়ের মোবাইল আবিষ্কারটা হয়েও আমি আজকের দিনের কিছুই বুঝিনা।’