সম্প্রতি টেলিকম কোম্পানিগুলি একে অপরের সাথে যেভাবে প্রতিযোগিতা করে চলেছে, সরকারি টেলিকম সংস্থা BS NL-ও তার ব্যতিক্রম নয়। BSNL ১০০ টাকার কমে দুটি প্ল্যান অফার করে। স্পেশাল ট্যারিফ ভাউচার (STV) প্লানের দাম হল ৭৫ টাকা ও ৯৪ টাকা। BSNL তার পোর্টফোলিওতে ৪৪৭ টাকার একটা প্ল্যান দিয়েছে। আজ আমরা এই প্ল্যানগুলি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব।
BSNL-এর ৭৫ টাকার প্ল্যান
বিএসএনএল তার গ্রাহকদের জন্য ১০০ টাকার কমে ৭৫ টাকায় এই প্ল্যানটি অফার করছে। এই STV প্যাকটির মেয়াদ ৬০ দিন। এই প্লানে ১০০ মিনিট ভয়েস কলিং সুবিধাসহ ২ জিবি ডেটা অফার করে। তাছাড়া এর সাথে রয়েছে বিনামূল্যে বিএসএনএল টিউনসের সুবিধা।
BSNL-এর ৯৪ টাকার
সম্প্রতি বিএসএনএল তার গ্রাহকদের জন্য ৯৪ টাকার বিনিময়ে দিচ্ছেন ৯০ দিনের বৈধতা। পাশাপাশি দিচ্ছেন দৈনিক কোন সীমা ছাড়াই ৩ জিবি ডাটা। এছাড়া এ প্লানে রয়েছে ১০০ মিনিট ভয়েস কলিং-এর সুবিধা এবং সমস্ত মিনিট শেষ হয়ে গেলে, ৩০ পয়সা/মিনিটের বিনিময়ে কল করার সুবিধা। পাশাপাশি বিএসএনএল গ্রাহকদের ৬০ দিনের জন্য বিনামূল্যে বিএসএনএল টিউনসের সুবিধা দিচ্ছেন।
BSNL-এর ৪৪৭ টাকার প্ল্যান
বিএসএনএল ৪৪৭ টাকার বিনিময়ে গ্রাহকদের দিচ্ছেন দৈনিক কোন লিমিট ছাড়ায় ১০০ জিবি ডাটা। এই প্লানে আনলিমিটেড ভয়েস কলিং-এর পাশাপাশি রয়েছে দৈনিক ১০০ টি এসএমএস-এর সুবিধা। এছাড়া এই প্ল্যানটির মেয়াদ হল ৬০ দিন অর্থাৎ ২ মাস। তাছাড়া গ্রাহকদের বিনামূল্যে EROS NOW এন্টারটেনমেন্ট সার্ভিস সুবিধা দেওয়া হচ্ছে।