Skip to content

BSNL এর দুর্দান্ত প্ল্যানে বাজিমাত! 100 টাকারও কমে 3GB ডাটা সহ 90 দিনের ভ্যালিডিটি

সম্প্রতি টেলিকম কোম্পানিগুলি একে অপরের সাথে যেভাবে প্রতিযোগিতা করে চলেছে, সরকারি টেলিকম সংস্থা BS NL-ও তার ব্যতিক্রম নয়। BSNL ১০০ টাকার কমে দুটি প্ল্যান অফার করে। স্পেশাল ট্যারিফ ভাউচার (STV) প্লানের দাম হল ৭৫ টাকা ও ৯৪ টাকা। BSNL তার পোর্টফোলিওতে ৪৪৭ টাকার একটা প্ল্যান দিয়েছে। আজ আমরা এই প্ল্যানগুলি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব।

BSNL-এর ৭৫ টাকার প্ল্যান

বিএসএনএল তার গ্রাহকদের জন্য ১০০ টাকার কমে ৭৫ টাকায় এই প্ল্যানটি অফার করছে। এই STV প্যাকটির মেয়াদ ৬০ দিন। এই প্লানে ১০০ মিনিট ভয়েস কলিং সুবিধাসহ ২ জিবি ডেটা অফার করে। তাছাড়া এর সাথে রয়েছে বিনামূল্যে বিএসএনএল টিউনসের সুবিধা।

BSNL

BSNL-এর ৯৪ টাকার

সম্প্রতি বিএসএনএল তার গ্রাহকদের জন্য ৯৪ টাকার বিনিময়ে দিচ্ছেন ৯০ দিনের বৈধতা। পাশাপাশি দিচ্ছেন দৈনিক কোন সীমা ছাড়াই ৩ জিবি ডাটা। এছাড়া এ প্লানে রয়েছে ১০০ মিনিট ভয়েস কলিং-এর সুবিধা এবং সমস্ত মিনিট শেষ হয়ে গেলে, ৩০ পয়সা/মিনিটের বিনিময়ে কল করার সুবিধা। পাশাপাশি বিএসএনএল গ্রাহকদের ৬০ দিনের জন্য বিনামূল্যে বিএসএনএল টিউনসের সুবিধা দিচ্ছেন।

BSNL-এর ৪৪৭ টাকার প্ল্যান

বিএসএনএল ৪৪৭ টাকার বিনিময়ে গ্রাহকদের দিচ্ছেন দৈনিক কোন লিমিট ছাড়ায় ১০০ জিবি ডাটা। এই প্লানে আনলিমিটেড ভয়েস কলিং-এর পাশাপাশি রয়েছে দৈনিক ১০০ টি এসএমএস-এর সুবিধা। এছাড়া এই প্ল্যানটির মেয়াদ হল ৬০ দিন অর্থাৎ ২ মাস। তাছাড়া গ্রাহকদের বিনামূল্যে EROS NOW এন্টারটেনমেন্ট সার্ভিস সুবিধা দেওয়া হচ্ছে।

Share