নভেম্বর (November) অর্থাৎ আজ থেকেই বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে আমাদের দেশে। এই পরিবর্তনগুলি সরাসরি আপনার জীবনে তথা আপনার পকেটেও প্রভাব ফেলবে। এর ফলে দৈনন্দিন জীবনেও বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। একনজরে দেখে নেওয়া যাক নভেম্বর মাসে কি কি পরিবর্তন হতে চলেছে।
১. ট্রেনের সময়সূচী
১লা নভেম্বর (November 1)থেকে ভারতীয় রেল (Indian Railway) সারাদেশের ট্রেনের সময়সূচি পরিবর্তন করতে চলেছে। এই পরিবর্তন ১লা অক্টোবর থেকে হওয়ার কথা ছিল। কিন্তু কিছু কারণের জন্য এই পরিবর্তন ১লা নভেম্বর থেকে শুরু হতে চলেছে। ভারতীয় রেল আরও জানিয়েছে যে, প্রায় ১৩ হাজার প্যাসেঞ্জার ট্রেন ও ৭ হাজার মালগাড়ির সময়সূচী বদলে যাচ্ছে। এমনকি প্রায় ৩০ টি রাজধানী ট্রেনের সময়ও বদলে যাচ্ছে ১লা নভেম্বর থেকে।
২. LPG সিলিন্ডারের দাম
১লা নভেম্বর থেকে LPG সিলিন্ডারের দাম বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। PTI- এর এক প্রতিবেদনে বলা হয়েছে, LPG সিলিন্ডারের বিক্রিতে ক্ষতির পরিপ্রেক্ষিতে আবারও LPG- এর দাম বাড়াতে পারে সরকার।
৩. LPG -এর বুকিং প্রসেস
১লা নভেম্বর থেকে LPG- এর বুকিং প্রসেসে আসতে চলেছে বড় পরিবর্তন। এবার থেকে সিলিন্ডার ডেলিভারির সময় আপনার রেজিস্টার নাম্বারে একটি OTP আসবে যা ডেলিভারির সময় আপনাকে দিতে হবে। অর্থাৎ আর সরাসরি ডেলিভারি হবে না।
৪. আমেরিকান ভ্রমণ নির্দেশিকা
নভেম্বরে (November) আমেরিকা ভ্রমণ নির্দেশিকা ও পরিবর্তন হতে চলেছে। এবার থেকে কেবলমাত্র সেইসব বিদেশিরাই আমেরিকার বিমানে উঠতে পারবেন, যারা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) অনুমোদিত ভ্যাকসিন পেয়েছেন। যাদের টিকাকরণ এখনো সম্ভব হয়নি, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করাও তাদের পক্ষে শক্ত হবে।
৫. বন্ধ হলো হোয়াটসঅ্যাপ (Whatsapp Messenger)
১লা নভেম্বর (1 November) থেকে কিছু Android ও iPhone- এ আর চলবে না হোয়াটসঅ্যাপ। বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের দেওয়া তথ্য অনুযায়ী, Facebook এর মালিকাধীন এই মেসেজিং প্ল্যাটফর্মটি ১লা নভেম্বর থেকে Android 4.0.3 Ice Cream, Sandwitch, iOS 9, KaiOS 2.9.0 সাপোর্ট করবে না। যে স্মার্টফোনগুলোতে এটি সাপোর্ট করবে না সেগুলি হল Samsung, ZTE, Huawei, Sony, Alcatel ইত্যাদি।
৬. ব্যাংকের ছুটির দিন
নভেম্বর মাসে প্রায় ১৭ দিনের জন্য ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। এর মধ্যে রবিবারের পাশাপাশি দ্বিতীয় ও চতুর্থ শনিবারও অন্তর্ভুক্ত। অর্থাৎ যাদের ব্যাঙ্ক সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজ নভেম্বরে শেষ করতে হবে, তারা ছুটির তালিকা আগে থেকেই দেখে নিজেদের কাজ সেরে নিতে পারেন।
৭. ব্যাংকে টাকা জমা দিলে বা তুলতে গেলে লাগবে Service Charge
১লা নভেম্বর অর্থাৎ আজ থেকে ব্যাংকে মাসে তিনবারের বেশি টাকা জমা দিলে অথবা তিনবারের বেশি টাকা তুলতে গেলে লাগবে সার্ভিস চার্জ। এমনকি লোন নিতে গেলেও লাগবে ১৫০ টাকা সার্ভিস চার্জ।
৮. লাইফ সার্টিফিকেট জমা দেওয়া হল সহজ
দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক State Bank of India (SBI) ১লা নভেম্বর থেকে নতুন সুবিধা শুরু করতে চলেছে। এখন থেকে পেনশনভোগীরা ঘরে বসে ভিডিও কলের মাধ্যমে SBI তে নিজের জীবন শংসাপত্র জমা দিতে পারবেন। লাইফ সার্টিফিকেট হল পেনশনভোগী জীবিত থাকার প্রমাণ যা পেনশন চালু রাখতে প্রতিবছর পেনশন আসে এমন ব্যাংক, পোস্ট অফিস বা আর্থিক প্রতিষ্ঠানে জমা দিতে হয়।