আপনি কি জানেন 1 জুন 2021 থেকে বেশ কিছু নিয়মের পরিবর্তন হতে চলেছে, যার প্রভাব সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপর পড়তে চলেছে। আপনার প্রত্যেকদিন এর জীবন যাপনে এই পরিবর্তন কিরূপ প্রভাব ফেলতে চলেছে তা আপনার জানা অত্যন্ত জরুরী। 1 জুন থেকে কি কি পরিবর্তন হতে চলেছে তা বিস্তারিত জেনে নেওয়া যাক।
•ATM থেকে টাকা তোলা সংক্রান্ত পরিবর্তন : State Bank of India (SBI) আগামী 1 জুলাই থেকে ATM থেকে টাকা তোলা, ও টাকা ট্রান্সফার করার ক্ষেত্রে গ্রাহক দের উপর অতিরিক্ত চার্জ বসাতে চলেছে। গ্রাহক মাসে 4 বার ATM থেকে টাকা বিনামূল্যে তুলতে পারবে, কিন্তু 4 বার এর পর থেকে গ্রাহককে 15 টাকা+GST চার্জ হিসেবে দিতে হবে।
•চেক বুক সংক্রান্ত নতুন নিয়ম: স্টেট ব্যাংকের সেভিংস একাউন্ট হোল্ডার দের বছরে 10 টি চেকবুক বিনামূল্যে দেওয়া হবে। এর পর দশটি পাতার চেকবুক এর জন্য গ্রাহককে 40 টাকা দিতে হবে। ও তার সাথে GST। আর আপনি যদি 25 টি পাতার চেক বুক নিতে চান তাহলে আপনাকে 75 টাকা ও সঙ্গে জিএসটি হিসেবে চার্জ দিতে হয়। আপনার যদি এমার্জেন্সি দশটি পাতার চেকবুক প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাকে 50 টাকা ও অতিরিক্ত জিএসটি দিতে হবে। তবে প্রবীণ নাগরিকদের জন্য স্বস্তি। চেকবুক নতুন পরিষেবা সংক্রান্ত উক্ত চার্জ গুলি থেকে প্রবীণ নাগরিকদের ছাড় দেওয়া হয়েছে।
•Mini Investment Scheme অর্থাৎ স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার বদল।
জুন মাস থেকে বিভিন্ন স্বল্প সঞ্চয় প্রকল্প যেমন ,সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY), পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), NSC,KVP এর মতো বেশ কিছু স্কিমে সুদের হার বদলাতে চলেছে। এই বিষয়ে কিছুদিনের মধ্যেই বিস্তারিত জানতে পারবেন।
• Bank of Baroda তে শুরু হতে চলেছে পজিটিভ পে সিস্টেম(pps)।
আগামী 1 জুন থেকে ব্যাঙ্ক অফ বরোদা এর চেক পেমেন্ট এ পরিবর্তন আসতে চলেছে। এই ব্যাংকের আধিকারিকরা জানান যে, গ্রাহকদের পজিটিভ পে সিস্টেম অনুযায়ী যখন 2 লক্ষ্য বা তার বেশি টাকার চেক জারি করা হবে সেক্ষেত্রে কখন চেক ডিটেলস reconfirm করতে হবে। তারা জানান ব্যাংক জালিয়াতি রুখতেই এই নিয়ম কার্যকর হতে চলেছে।
• Canada bank এ IFSC কোড পরিবর্তন।
আগামী জুন মাস থেকে কানাডা ব্যাংকের IFSC কোড বদলাতে চলেছে। এই তথ্যটি কানাডা ব্যাংকে অফিশিয়াল ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে। এছাড়াও সিন্ডিকেট ব্যাংক এর গ্রাহকদের 3 জুন এরমধ্যে IFSC কোড আপডেট করতে বলা হয়েছে।
• রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি।
প্রত্যেক মাসের প্রথম দিন সরকারি তেল সংস্থাগুলির তরফ থেকে LPG সিলিন্ডারের দাম নির্ধারণ হয়ে থাকে। আশঙ্কা করা হচ্ছে আগামী জুন মাস থেকে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি হতে চলেছে। 14.2 kg সিলিন্ডারের পাশাপাশি 19 kg এর কমার্শিয়াল গ্যাসের দাম বৃদ্ধি পেতে পারে।
• income tax e-filing site বন্ধ থাকবে।
Income Tax department এর থেকে পাওয়া খবর অনুযায়ী, আগামী 1 জুন থেকে 6 জুন পর্যন্ত কর বিভাগের (tax department) পোর্টাল বন্ধ থাকবে। তাই করদাতাদের জন্য আগামী 7 ই জুন থেকে নতুন e-filing portal লঞ্চ করবে বলে জানিয়েছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট।